বর্তমানে বিশ্বের প্রায় সকল দেশ জলবায়ু ও জল সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন। অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে পরিবেশে বাড়ছে নানা সমস্যা। বিশ্বউষ্ণায়ন প্রতিনিয়ত এক ধাপ করে এগিয়ে চলেছে। আর এই পরিস্থিতি থেকে একমাত্র উদ্ধার করতে পারবে গাছ। গাছ যেমন মাটিকে শক্ত ভাবে ধরে রাখতে পারে ঠিক তেমনি বৃষ্টির জন্যেও উপযোগী। অক্সিজেনের উৎস হিসাবে গাছের বিকল্প হয়না। কিন্তু মানুষ নিজের প্রয়োজনে ইচ্ছা মতন গাছ কেটে বড় বড় অট্টালিকা বানাচ্ছে কিংবা গড়ে তুলছে কলকারখানা, ফলত গাছের সংখ্যা বিপুল পরিমাণে কমে যাচ্ছে। এর ফল স্বরূপ কার্বনডাইঅক্সাইড এর পরিমাণ যেমন বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য দূষন। সম্প্রতি জলবায়ুর ক্ষেত্রে এক বিশাল পরিবর্তণ লক্ষণীয় হচ্ছে, যেমন কোথাও অনাবৃষ্টি ফলে খরা দেখা দিচ্ছে আবার কোথাও অতিবৃষ্টির প্রভাবে বন্যা।
বৃক্ষচ্ছেদনের ফলে জলবায়ুর মধ্যে যে বিষম পরিবর্তন দেখা দিচ্ছে তার ফলস্বরূপ বিঘ্নিত হচ্ছে পরিবেশ বাস্তুতন্ত্র। জলবায়ুর এই হঠাৎ পরিবর্তনের ফলে বিঘ্নিত হচ্ছে জনজীবন। আর এই সমস্যার সম্মুখীন গোটা বিশ্ব। প্রকৃতির এই রোশ থেকে মুক্তি পেতেই পূর্ব আফ্রিকার ইথিওপিয়া, বনসৃজনের উদ্দ্যেগ নিয়েছে। সম্প্রতি ১২ ঘন্টার মধ্যে ৩৫৩ মিলিয়ন বৃক্ষ রোপণ করেছে ইথিওপিয়া। শুধু তাই নয় আরও জানা যাচ্ছে একদিনে ৩৫৩,৬৩৩,৬৬০ -টি গাছ লাগানোর ফলে বিশ্বে নতুন রেকর্ড গড়ে তুলেছে এই দেশ। এর আগে বহু জায়গায় অরণ্যসৃজন প্রকল্প অনুষ্ঠিত হলেও ৩৫৩ মিলিয়ন বৃক্ষরোপণ কোথাও হয়নি। ইথিওপিয়া বৃক্ষরোপণের পুরোনো সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরী করলো।
সূত্রের খবর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ‘অ্যাবি আহমেদ’ কর্তৃক এই অরণ্যসৃজন প্রকল্পটি অনুষ্ঠিত হয়। বিপুল পরিমাণে গাছ কাটার ফলে পরিবেশে জলবায়ুর পরিবর্তনের মোকাবিলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়া উক্ত অনুষ্ঠানে ইথিওপিয়ার সরকারী কর্মচারীদের যোগদানের জন্য ঐ দিন ইথিওপিয়ার বহু পাব্লিক সেক্টর বন্ধ রাখা হয়। ইথিওপিয়ার এই অরণ্যসৃজন প্রকল্পটি ‘গ্রিন লেগাসি ইনিশিয়েটিভ’ –এর অন্তর্গত। বিশ্ব পরিবেশকে সুস্থ রাখতে ইথিওপিয়ার এই উদ্দ্যেগ সত্যিই খুব প্রশংসনীয়।
#GreenLegacy is a vision for the next generation. It is creating a blueprint for them and showing them the way. #GreenEthiopia #HealthyEthiopia 🇪🇹 pic.twitter.com/TFudQhiAKc
— Amir Aman, MD (@amirabiy) July 29, 2019
353,633,660 Tree Seedlings Planted in 12 Hours. This is in #Ethiopians
— Dr.-Ing. Getahun Mekuria (@DrGetahun) July 29, 2019
Regional Shares of Trees Planted today.#PMOEthiopia #GreenLegacyEthiopia pic.twitter.com/2BkTDtYedC