বন্ধ থাকছে মেট্রো গেট

রাস্তায় অতিরিক্ত গাড়িঘোড়া চলাচল এবং তার উপর যানজট এর ভোগান্তি। এইসব এড়ানোর জন্য মানুষ আজকাল বেশি ভরসা রাখেন মেট্রো পরিষেবার উপর। সকাল থেকেই মেট্রোর উপর মানুষের চাপ বাড়তে শুরু করে। বাসে, ট্রামে করে অফিস যাওয়ার থেকে আজকাল মানুষ বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন মেট্রো তে যাতায়াত করতে। তার উপর রয়েছে মেট্রোর এসি পরিষেবা। তাই আজকাল কলকাতার মধ্যেই মোটামুটি দূরদূরান্তে যাওয়ার জন্য মেট্রোর উপরেই ভরসা রাখেন বেশিরভাগ মানুষ।

সম্প্রতি খবর এসেছে, ইস্ট ওয়েস্ট মেট্রোতে সুড়ঙ্গ তৈরীর কাজ চলার জন্য আজ বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের এস এন ব্যানার্জি রোড সংলগ্ন ৪ নম্বর প্রবেশ পথটি আপাতত বন্ধ থাকছে। মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গ তৈরির কাজ চলবে তাই জন্য বন্ধ রাখা হচ্ছে, জানালেন, মেট্রো কর্তারা। জানা গেছে, নির্দিষ্ট সুড়ঙ্গ খননের জন্য নির্দিষ্ট টানেল বোরিং মেশিন এই জায়গাটি পার করে গেলে তারপরই আবার খুলে দেওয়া হবে এই প্রবেশপথ।

মঙ্গলবার এস্কেলেটর বসানোর জন্য দমদম মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের উত্তর দিকের প্রবেশপথ বন্ধ থাকায় বেশ ভোগান্তির শিকার হন অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। আগে থেকে জানা ছিল না তাই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই পথে প্রতিদিন প্রায় ১ লক্ষ লোকজন যাতায়াত করেন আর দিন প্রবেশপথ বন্ধ থাকার কারণে সবাইকে ঘুরে পথে পৌঁছাতে হয়। সুড়ঙ্গ তৈরী জন্য বেশ কয়েকদিনের জন্য বন্ধ রাখা হচ্ছে অন্যতম ব্যস্ত এই প্রবেশপথটি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...