চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই চালু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, আপাতত ১২ মিনিটের ব্যবধানে যাতায়াত করবে ট্রেন এবং উভয় দিক থেকে দুটি রেক চলবে। ইতিমধ্যে এটাও জানা গিয়েছে যে আগামী বছরের জুন মাসে শুরু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।
এই পরিষেবা চালু হলে বহু যাত্রীরা সুবিধা পাবেন। তাদের আর বুসের ঝক্কি নিতে হবে না। প্রসঙ্গত, হাওড়া ময়দান থেকে শুরু করে হাওড়া স্টেশন, মহাকরণ ও এসপ্ল্যানেড অব্দি চলবে এই ইস্ট-ওয়েস্ট মেট্রো। এই চারটে স্টেশন এখন চলবে বলেই জানা গিয়েছে। তবে, বউবাজার অংশের কাজ বাকি থাকার জন্য শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো চালু করা যাচ্ছে না তাই, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কে এম আর সি এল)-এর দাবি করেছেন যে এই অংশের সমস্ত কাজ ২০২৪ সালের জুন মাসের মধ্যে শেষ হয়ে যাবে।
বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর নির্মাণ সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ভি কে শ্রীবাস্তব জানিয়েছেন যে আধুনিক গ্রাউন্ড ফ্রিজিং পদ্ধতি ব্যবহার করে দ্রুত কাজ করা হবে যার ফলে মেট্রো চলাচল করতে কারুর অসুবিধা হবে না। ২০২৩ সালের শেষে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরুর সম্ভাবনা বেশি বলে আগেই জানিয়েছিল রেল। তাই জন্যে সাময়িক হার্ডওয়্যার ও সফটওয়্যারের মেলবন্ধনে জোড়া হয়েছে এই দুই প্রান্তিক স্টেশন। তারপর সমস্ত সমস্যা মিটে গেলেই তখন সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছে।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের পরিষেবা চালু হলে যাত্রীদের কোনও অসুবিধায় পড়তে না হয় তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে এবং অত্যাধুনিক ব্যবস্থা থাকছে এই পথে। এই কাজ করার জন্য বিশেষ রেভিনিউ কিট সফটওয়্যার নতুন করে বসানো হবে আর বিস্তারিত পরীক্ষাও করা হবে। সব কিছুতেই এক আধুনিক ছোঁয়া তাহকবে বলেই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।