কলকাতার মেট্রো সাধারণ মানুষ তথা নিত্যযাত্রীদের অতি প্রয়োজনীয় যানবাহন হয়ে উঠেছে। এক জায়গা থেকে অন্য জায়গায় যানজট এড়িয়ে আমরা পৌঁছে যাচ্ছি খুব তাড়াতাড়ি। ভবিষ্যতে গোটা কলকাতা মুড়তে চলেছে মেট্রো পথে। যদিও মাঝে মাঝেই মেট্রোর ভোগান্তি আমাদের যথেষ্ট বিব্রত করে, তবুও যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে যে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কলকাতা মেট্রো, তা বলার অপেক্ষা রাখেনা।
গতকাল বেলগাছিয়া অডিটোরিয়ামে ৬৪ তম রেল সপ্তাহ পালন করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। উক্ত অনুষ্ঠানে মেট্রোর বহু অফিসার ও কর্মীদের সম্মানিত করা হয়। এ বছরের যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিচ্ছন্নতার বিচারে 'বেস্ট কেপ্ট স্টেশন' পুরস্কার পেল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এই অনুষ্ঠানে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কর্তৃপক্ষকে পুরস্কার তুলে দিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি সি শর্মা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর এই পুরস্কার পেয়েছিল নেতাজি ভবন মেট্রো।
ভবিষ্যতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ৩টি নতুন চলন্ত সিঁড়ি বা এস্কেলেটর বসানো হবে। এছাড়া এমজি রোড এবং শ্যামবাজার স্টেশনেও নতুন এস্কেলেটর বসানো হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও পুজোর মধ্যেই আসতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সুড়ঙ্গ পথে ট্রায়াল রান হয়ে গেছে সম্প্রতি। সুভাষ সরোবর থেকেও ট্রায়াল রান হয়ে গেছে মেট্রোর। ফলে আশা করাই যায় পুজোর সময় মেট্রো পথে যাতায়াত করে যাবে।
The 64th Railway Week Function of Metro Railway was held today i.e. on 19.06.2019 at Belgachia Auditorium. Shri P.C. Sharma, General Manager handed over the awards to the sincere and dedicated officers and staff who have rendered exemplary services. pic.twitter.com/oZ7oK1BsvV
— METRO RAIL KOLKATA (@metrorailwaykol) June 19, 2019