জাদুঘর, ভিক্টোরিয়ার পরিবর্তিত নিয়ম

কলকাতার জাতীয় জাদুঘর পৃথিবীর অন্যতম একটি জাদুঘরের মর্যাদা পেয়েছে|এখানে প্রচুর দুষ্প্রাপ্য  নথি, পুঁথি, ছবি, প্রত্নতাত্মিক নিদর্শন প্রভৃতি রয়েছে, যা না দেখলে আমাদের অতীতের ঐতিহ্য সম্পর্কে জানাই হয়না| বিশাল এলাকা জুড়ে অবস্থিত এই মিউজিয়াম কলকাতার গর্ব| ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এসে এই মিউজিয়াম অবশ্যই নিজেদের দ্রষ্টব্য জায়গার মধ্যে রাখেন| এর পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়ালও নিজ ঐতিহ্য এবং গরিমায় উজ্বল| তবে এবার থেকে এই দুই জায়গার-ই এন্ট্রি ফি বাড়ানো হয়েছে| জাদুঘরে যেসব ফ্রি পরিষেবা ছিল, সেখানেও এবার থেকে টাকা দিতে হবে| আগামী ১মার্চ থেকে এই বর্ধিত ফি চালু হচ্ছে|

   ভারতীয় জাদুঘরে যে নতুন প্রবেশমূল্য ধার্য করা হয়েছে তাতে বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের ঢুকতে গেলে ৫০ টাকার টিকিট কাটতে হবে| এই টিকিটের দাম ছিল ২০ টাকা|অন্যদিকে ৫বছরের ঊর্দ্ধে যে সব শিশুরা, তাদের জন্য ২০ টাকার টিকিট কাটতে হবে| বিদেশীদের জন্য টিকিটের দাম ৫০০ টাকা| স্কুল পড়ুয়াদের টিকিট লাগবে না| প্রবেশমূল্য বৃদ্ধির কারন হিসেবে অধিকর্তা রাজেশ পুরোহিত জানিয়েছেন, এই ব্যাপারে ‘ভ্যালু ফর মানি’ কাজ করেছে| তিনি মনে করেন, টিকিটের দাম বাড়লে দর্শকরা মন দিয়ে এবং গুরুত্ব দিয়ে গোটা জাদুঘর পরিদর্শন করবেন| পরিবর্তিত টিকিটের দামের সঙ্গে এখানকার সময়েরও পরিবর্তন ঘটেছে| মিউজিয়াম আগে সোমবার করে বন্ধ থাকত এবং বিকেল ৫টায় বন্ধ হয়ে যেত| এখন থেকে সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৬.৩০টা পর্যন্ত এবং শনি ও রবিবার সকাল ১০টা থেকে রাত ৮টা অব্দি খোলা থাকবে| এছাড়াও এতদিন ক্যামেরা বা ক্যামেরা সহ স্মার্ট ফোনের জন্য আলাদা করে টাকা নেওয়া হত না| এবার থেকে স্মার্ট ফোনের জন্য আলাদা করে ৫০টাকা দিতে হবে| ক্যামেরা হলে তা ধার্য হয়েছে ১০০টাকা| ছোট ভিডিও ক্যামেরা এবং স্ট্যান্ড সহ ক্যামেরার জন্য দিতে হবে যথাক্রমে দুই এবং পাঁচ হাজার টাকা| সূত্রের খবর, কয়েক বছর আগে পর্যন্ত ক্যামেরার জন্য সামান্য কিছু টাকা দিতে হলেও পড়ে তা মকুব করে দেওয়া হয়|

    ভিক্টোরিয়াতেও নতুন প্রবেশমূল্য লাগু হচ্ছে ১লা মার্চ থেকে| এখানকার মিউজিয়ামে ঢোকার জন্য ভারতীয় নাগরিকদের ৩০টাকা প্রবেশমূল্যের কোনো পরিবর্তন করা হয়নি| তবে সাতটি সার্ক গোষ্ঠীভুক্ত দেশের নাগরিকদের জন্য এতদিন টিকিটের মূল্য ছিল ৫০০টাকা, তা কমিয়ে এবার থেকে ১০০টাকা করা হয়েছে| আর ভিক্টোরিয়া বাগানের টিকিটের মূল্য কিছুটা বাড়ানো হয়েছে| আগে ছিল ১০টাকা, এখন থেকে তা ২০টাকা করা হল| ৫৭ একর বাগান মেইনটেইন করবার জন্য অনেক খরচ হয়| বারটি টিকিতে যদিও পুরো খরচা উঠে আসবেনা, তবু কিছুটা সুরাহা হবে বলে জানালেন সেখানকার কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত| তবে এখানে ক্যামেরার জন্য আলাদা করে কোনরকম টাকা দিতে হবেনা| আগেও যেমন ছিল, এখনও তেমনি থাকবে| তাহলে আর কি, সামনের ছুটির মরশুমে বেরিয়ে পড়ুন শহরের দুটি বিশিষ্ট গন্তব্যের দিকে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...