পুজোর আড্ডার নতুন ‘ঠেক’ ক্যাফে

দিন হোক বা রাত- পুজোর সময় আড্ডা মাস্ট। আড্ডা না হলে পুজো জমে না। বাড়িতে আড্ডা, বন্ধুদের সঙ্গে আড্ডা, অফিসে কলিগদের সঙ্গে আড্ডা, পুরনো পাড়ায় আড্ডা। পুজোয় বাঙালির হরেক রকম আড্ডা চলে। কফি হাউস থেকে পাড়ার ক্যাফে সর্বত্র। এই আড্ডাগুলোই হয়ে ওঠে গেট-টু-গেদার। আড্ডায় চা-কফির সঙ্গে মুখ না চললে হয় না। পুজোর আড্ডার ‘ঠেক’ হিসেবে শহরে নতুন আকর্ষণ কফি এক্সো।  ঠিকানা ৬৮৩, পূর্বাচল মেইন রোডের ‘কোZ’ এক ক্যাফেটেরিয়া। লোকশন হালতু।

কফি থেকে শুরু করে চা, মিল্ক শেক, সফট ড্রিঙ্কস, মকটেল- যা চাইবেন সবই পাবেন এখানে। তবে যারা কফির বদলে ভীষণ ভালোবাসেন চা- তাঁদের জন্যও এই ক্যাফের চায়ের মেনু বেশ আকর্ষণীয়। তন্দুরি চা, স্মোক টি, ব্ল্যাক টি, গ্রিন টি, হার্বল টি, জিঞ্জার হানি টি-লম্বা লিস্ট। এখানে সব পানীয়ই নন-অ্যালকোহলিক। 

ভেজ-ননভেজ স্টার্টারের মধ্যেও আছে নানারকম ভ্যারাইটি। চেনা নামের মধ্যে আলাদা চমক জাগায় পাওভাজি, কিমা কুলচা, চিকেন টিক্কা, চিকেন তন্দুরির মতো ভারতীয় স্বাদের বিভিন্ন মুখোরোচক খাবার। পাওয়া যায় বিভিন্ন ধরনের কাবাব। আবার পিৎজ্জা, পাস্তাও আছে। কফি এক্সও-তে পিৎজ্জার ডো তৈরি হয় নিজেদের কিচেনেই। এই জায়গাতেই কফি এক্স মন জিতে নেবেন রসিকদের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...