হাওড়া ব্রিজের সৌন্দর্যায়ন,থাকছে লাইট এন্ড সাউন্ড শো

হাওড়া ব্রিজকে বা রবীন্দ্র সেতুকে পর্যটকদের কাছে আরও  আকর্ষণীয়  করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নিলে কলকাতা পোর্ট  ট্রাস্ট কর্তৃপক্ষও। কলকাতা পোর্ট  ট্রাস্ট এর ১৫০ বছর উদযাপনের প্রাক্কালে  ৭৫ বছরের  ঐতিহ্যশালী ও বিশ্বের ৬ নম্বর দীর্ঘতম এই রবীন্দ্র সেতুকে আলো  দিয়ে সাজানোর সিদ্ধান্ত তারা নিয়েছে ।রবীন্দ্র সেতু এই নতুন ধরণের আলোর সাজে সেজে উঠবে ও তা মানুষের নজরে আসছে  অক্টোবর মাস থেকেই।  সঙ্গে লাইট এন্ড সাউন্ড শো চলবে। এর জন্য প্রথম পর্বের কাজ কয়েক মাসের মধ্যেই শেষ হবে। সিপিডব্লুডি কে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।  এর জন্যম খরচ হবে ১৪-১৫ কোটি টাকা। কলকাতা পোর্টট্রাস্ট এর চেয়ারম্যান বিনীত কুমার এই কথা জানিয়েছেন।

২০০৬ সল্ থেকেই হাওড়া ব্রিজ আলো  দিয়ে  সাজানো রয়েছে। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস সহ  বিশেষ দিনে হাওড়া  ব্রিজের এই আলো  জ্বালানো হয়। কলকাতা পোর্ট ট্রাস্ট সূত্রে জানা গেছে এবার থেকে এই লাইট-এর  পরিবর্তে  বিশেষ এক ধরণের বিদ্যুৎ সাশ্রয়কারী ও এল ই ডি  লাইট লাগান হবে। এই আলো কলকাতা পোর্ট ট্রাস্টের নির্দেশ মতোই ব্যবহার করা হবে সাজানোর জন্য। এই লাইট এন্ড সাউন্ড শো ব্রিজের তীরবর্তী স্থান থেকে দেখা যাবে। একটি বিশেষ প্রযুক্তিতে শব্দ প্রক্ষোপন হবে। দর্শকরা একটি ডিভাইস  কানে লাগালে এই শব্দ স্পষ্ট তাঁরা শুনতে পাবেন। মিলিনিয়াম পার্কে যেমন টিকিত্ কেটে সেখানকার  লাইট এন্ড সাউন্ড শো দর্শকরা দেখেন, এখানেও সামান্য কিছু টাকার বদলে পাওয়া যাবে এই লাইট এন্ড সাউন্ড উপভোগ করার সুযোগ। এই টাকার বিনিময়ে শব্দ প্রক্ষেপণের ওই বিশেষ ডিভাইস  দর্শকদের সামান্য সময়ের জন্য ভাড়া নিতে হবে। এই ডিভাইস  কানে দিলেই লাইট এন্ড সাউন্ড-এর পুরো মজাটা উপভোগ করা যাবে। কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বলেন, এরপর আমরা একটা app তৈরী করব পোর্ট ট্রাস্ট-এর তরফে। এই app টি মোবাইল ইনস্টল করলেই লাইট এন্ড সাউন্ড শো টা  যেকেউ তাঁর মোবাইলে  উপভোগ করতে পারবেন। এই বছর শেষের দিকে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা আছে । তখন তাঁর হাত দিয়েই  এই সৌন্দোর্যায়নের উদ্বোধন করা হবে বলে কলকাতা পোর্ট ট্রাস্ট-এর চেয়ারম্যান জানান।

এটা শেয়ার করতে পারো

...

Loading...