প্রজাতন্ত্র দিবসের আগেই শহরে থাকবে কড়া পুলিশি নজরদারি

আগামীকাল ৭৫তম প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যে কলকাতা শহরের চারিদিকে কড়া নিরাপত্তা জারি করেছে লালবাজার। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শহরের স্পর্শকাতর এলাকাগুলি বিশেষ নজরে রাখার পাশাপাশি বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ঘন বসতিপূর্ণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে।

নতুন বছরের প্রথম সপ্তাহেই কলকাতা পুলিশকে একটি উড়ো হুমকি ইমেলে পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে দিনের ব্যস্ত সময়ে বোমা মেরে জাদুঘর উড়িয়ে দেওয়া হবে। সেই খবর পেতেই পুলিশ ও বম্ব স্কোয়াড দ্রুত পৌঁছে যায়। এরপর জাদুঘর থেকে দর্শকদের বার করে দীর্ঘ সময় ধরে চলে তল্লাশি। তবে, কোনও বোমা কিংবা সন্দেহজনক কিছু মেলেনি। এই ঘটনার পর কলকাতা পুলিশ আর কোনও ঝুঁকিই নিতে চাইছেন না। আর তাই প্রজাতন্ত্র দিবসের আগে বাড়তি সতর্ক লালবাজার দফতর।

জানা গিয়েছে প্রতিটি থানাকে নির্দেশ পাঠিয়েছে পুলিশ। এছাড়া শহরের বিশেষ কিছু জায়গার পাশাপাশি শপিং মল, জনবহুল স্থানগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। গত কয়েক দিনে বিভিন্ন হোটেলে কারা এসেছেন কিংবা আগামী কয়েক দিনে কাদের আসার কথা রয়েছে— সেই সমস্ত বিষয়েও তথ্য সংগ্রহ করছে কলকাতা পুলিশ।

এই বিষয়ে কলকাতা পুলিশের দক্ষিণ ডিভিশনের একটি থানায় কর্তব্যরত আধিকারিক জানিয়েছেন যে তাঁরা একাধিক হোটেল এবং গেস্ট হাউস রয়েছে, তাই বাড়তি সতর্কতা থাকেই। তবে, গত কয়েক দিন ধরে নজরদারি বাড়ানো হয়েছে। সেই থানারই এক আধিকারিক এই পুরো বিষয়টি দেখছেন। এছাড়া সক্রিয় হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগও। লালবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা তল্লাশি বাড়ানোর নির্দেশ দিয়েছে।

তবে শুধু এখানেই শেষ নয়, লালবাজারের বিশেষ নজর রয়েছে রেড রোডের দিকেও। প্রতি বছরের মতন এবারের প্রজাতন্ত্র দিবসে সেখানে কুচকাওয়াজ হয়। এদিন সকালে উপস্থিত থাকেন একাধিক ভিভিআইপি মানুষেরা।

তাই লালবাজার অতিরিক্ত ক্যামেরা বসানোয় জোর দিয়েছেন, বিশেষ করে রেড রোড ও সংলগ্ন এলাকায়। এছাড়া এদিন দু’হাজারেরও বেশি পুলিশকর্মীকে নিরাপত্তার জন্য মোতায়েন করা থাকবে। সমস্ত রেড রোডকে একাধিক  জোনে ভাগ করে হয়েছে।

এই বিশেষ দিনের আগেই শহরের পথে নামানো হবে বাড়তি বাহিনীদেরও এবং সাদা পোশাকের পুলিশদেরও।

এটা শেয়ার করতে পারো

...

Loading...