আসন্ন বিশ্বকাপে অন্যান্য দলের মত নিজেদের ১৫ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড। তবে দলে নেই জোফরা আর্চার। তাকে বাদ দিয়েই দল ঘোষণা করে ইংল্যান্ড। তাই বলে জোফরা আর্চারের স্বপ্ন ভঙ্গ হয়েছে তা বলা যাবে না। বিশ্বকাপের মুল পর্বের আগে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচে ভালো পারফর্ম করতে পারলেই সুযোগ মিলতে পারে এই পেস বোলারের। ঘরের মাঠে ৫০ওভারের বিশ্বযুদ্ধে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ইয়োইন মর্গ্যান৷ ৩ মে আয়ারল্যান্ড ম্য্যাচের পরেই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ইংল্যান্ড৷ এই সিরিজ-ই আর্চারকে বিশ্বকাপের দলে থাকার ছাড়পত্র দেবে৷ আইসিসি-র নিয়মে ২৩ মে-এর মধ্যে দলে বদল করা সম্ভব৷ বিশ্বকাপের দলে আর্চারকে না-রাখা প্রসঙ্গে ইসিবি নির্বাচক এড স্মিথ জানান, ‘ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে জোফরা আর্চারের অনবদ্য প্রদর্শনে, নির্বাচক কমিটি অত্যন্ত প্রসন্ন৷ ফার্স্ট ক্লাস ফর্ম্যাটে মাত্র ১৪টি ম্যাচ খেলেছেন আর্চার৷ তবে টি-২০ ক্রিকেটে আর্চারের পারফরম্যান্স নজর কেড়েছে বিশেজ্ঞদের৷ চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ খেলছেন ইংল্যান্ডের এই ডানহাতি পেসার৷ এখন দেখার শেষ অবধি জাতীয় দলে জায়গা করে নিতে পারেন কিনা তিনি।