সম্প্রতি, ব্যাঙ্গালোরের ভারতীয় ইঞ্জিনিয়াররা তৈরী করলেন এমন এক ধরনের প্লাস্টিক যা স্টিলের থেকেও অধিক শক্ত| জানা গেছে, সৌদি আরবের সেবিক পেট্রোকেমিক্যাল কোম্পানির পক্ষ থেকে তৈরী করা হয়েছে এই প্লাস্টিক| জানা গেছে, এই প্লাস্টিক স্টিলের থেকে শক্ত হলেও ওজনে অত্যন্ত হালকা| কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রেসিন-মেটাল বেসড একধরনের হাইব্রিড সল্যুশন তৈরী করেছে এই কোম্পানি যার নাম রাখা হয়েছে নোরিল জিটিএক্স|
এই নোরিল জিটিএক্স পলিঅ্যামাইড-কে খুব সহজেই গুলে ফেলতে পারে যা পলিফাইনাইলিন ইথার পলিমার (পিপিই) টেকনোলজিকে মডিফাই করে| এটি ডাইমেনশনাল স্টেবিলিটি সামনে আনার সাথে সাথে পিপিই পলিমারের কম জল শোষণ এবং তাপমাত্রা সহনের দিকটিও দেখে| কোম্পানির রিজিওনাল হেড জনার্ধনন রামানুজালু জানান, সাধারণত কেউই প্লাস্টিকের সাথে অতিউচ্চ তাপমাত্রা সংযুক্ত করা যায় না| কিন্তু এই কোম্পানির পক্ষ থেকে আবিষ্কার করা হয়েছে এমন এক ধরনের পলিমার যা অত্যন্ত বেশি তাপমাত্রাতেও কাজ করতে সক্ষম| এই নতুন ধরনের মেটাল ঐতিহ্যবাহী মেটালকেও হার মানিয়ে দিতে সক্ষম|