রাস্তায় পড়ে থাকা স্পিড ব্রেকার থেকে বিদ্যুৎ উৎপাদনের মডেল তৈরি করে তাক লাগিয়ে দিলো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের একদল ইঞ্জিনিয়ারিং-এর পড়ুয়ারা। রাস্তা-ঘাটে গাড়ীর গতি কমানোর জন্য স্পিড ব্রেকার গুলিকে বিদ্যুৎ-এর বিকল্প শক্তি হিসেবে কাজে লাগানোর কথাই তুলে ধরেছেন এই সব হবু ইঞ্জিনিয়াররা।
সারাদিন শহরের ব্যস্ত রাস্তাতে প্রতি ঘণ্টায় যে পরিমাণে গাড়ি চলাচল করে তা থেকে অনেকটাই শক্তি অপচয় হয়ে যায় । সেগুলিকে নষ্ট না করে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব করে তুলেছেন কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম ভট্টাচার্য ও অধ্যাপক তন্ময় ঘোষ-এর নেতৃত্বাধীন পড়ুয়ারা ।
কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, ভারি ওজনের গাড়ি গুলি যখন স্পিড ব্রেকারের ওপর দিয়ে যাতায়াত করে তখন গাড়ির চাকার অভিঘাতে যে কম্পন তৈরি হবে, তা থেকে বিদ্যুৎ তৈরি হবে । এই যন্ত্রটি তৈরী করতে অবশ্য ডায়নামো ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের পুরনো পদ্ধতিই এক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তিনি জানিয়েছেন, রাস্তার ধারে স্পিড ব্রেকারের পাশে রাখা থাকবে কপিকল ও চেনের সঙ্গে লাগানো ডায়নামো। এই যন্ত্রটি জুড়ে দেয়া হবে স্পিড ব্রেকারের সঙ্গে । গাড়ি যাতায়াতের ফলে যে কম্পন হবে তাতে কপিকল ও চেনের সাহায্যে ডায়নামো ঘুরবে। তাতেই তৈরি হবে বিদ্যুৎ।
কিভাবে কাজে লাগানো হবে এই বিদ্যুৎ ? তৈরি হওয়া বিদ্যুৎ সঞ্চয় করা হবে লিথিয়াম আয়ন ব্যাটারিতে যা মোবাইলে ব্যবহার করা হয়। এর সঙ্গে টাইমার জুড়ে দিলে এই বিদ্যুতে জ্বলতে পারে রাস্তার আলো বলে দাবি গবেষক ছাত্রদের । এই উদ্ভাবনের ফলে প্রাকৃতিক শক্তি ব্যবহারের প্রবণতা কমবে বলে আশাবাদী অধ্যক্ষ ও ছাত্ররা । আর এক শিক্ষক জানিয়েছেন, তাঁদের এই গবেষণার মূল লক্ষ্যই হলো ভবিষ্যতের কথা ভেবে বিদ্যুতের নতুন নতুন উৎস সন্ধান ।সোলার, বায়োগ্যাস-সহ নতুন নতুন পদ্ধতির পাশাপাশি মেকানিক্যাল এনার্জিকেও বিদ্যুতে রূপান্তরিত করার চেষ্টা করতে হবে । আমাদের চারপাশে বহু শক্তি নষ্ট হয়। এই নষ্ট শক্তিটা কাজে লাগিয়েই তৈরি করতে হবে বিদ্যুৎ শক্তি।