Love you 3000
নিভে গিয়েছিল হৃদয়ের আলো। চোখটা ছিল স্তব্ধ। জয়ের উল্লাস ভেসে আসে নি। নিশ্চুপ ছিল গোটা প্রেক্ষাগৃহ। নিভে যাচ্ছিল একটা গোটা ছেলেবেলা। নিভে যাচ্ছিল আমার, আপনার সেই পরিচিত আর বিচিত্র চরিত্রটা। চোখ বেয়ে জল গড়িয়েছিল, গড়িয়ে গিয়েছিল গলা অব্দি, মুখ ঢেকে, চোখ বিস্ফারিত করে চেয়েছিলাম। এটা যে ভাবি নি, এটা যে কেউ ভাবেনি। সব অন্তিম ভেবে ফেলেছিলাম। নিজেকে প্রস্তুত করেই গেছিলাম। না সবই বৃথা।
কাহিনীর যাত্রা হয়ত করাবো না আজ। আজ বলবো আমার আপনার আবেগ। হ্যাঁ, মানছি কল্পকথা, কিন্তু আবেগটা বেরিয়ে আসেই। এত বছরের পরিচিত চিরিত্রগুলোকে এই পরিণতি তে দেখে মন ডুবে যায় আবেগেই।
সিনেমাটার শুরু এক আক্ষেপ নিয়ে, যেই সময়টা আর ফিরে আসবে না। সেই সময়ে তারা হেরে গিয়েছিল। পারেনি নিজেদের সমস্ত ক্ষমতা, শক্তি দিয়েও সভ্যতাকে বাঁচাতে। কিন্তু জেদ তাদের এখনও তুমুল ।
তবে marvel এর এই সৃষ্টির সত্যি কোনো তুলনা হয় না। গোটা avenger ভক্তদের ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেই আগের সময়ে। তাঁদের আবেগকে চূড়ান্তে নিয়ে গিয়ে তৈরি করল প্রত্যেকটা মুহূর্ত। তৈরী করলো এমন এক ‘অন্তিম দৃশ্য' যা শুধু Marvel ই পারে। তাদের প্রত্যেকটা ভাবনা, গল্প, এতটাই সুক্ষ্ম, নরম হাতে বোনা, যে মুহূর্তগুল তৈরি হয়েছিল তা মনেই থেকে যাবে। Marvel ভক্তরা হয়ত ভুলবেনা এই সৃষ্টি।
কল্পকাহিনীর কোনো একটা চরিত্র এতটা মনে গেঁথে যেতে পারে? হ্যাঁ স্বাভাবিক, আমার এমন এই দামড়া বয়সে একথা কি মানায়? না বলতে বাধ্য হলাম সত্যিই মানায়। কারণ তাঁদের চরিত্রগুলো এতটাই জীবন্ত হয়ে গিয়েছিল যে তারা মিশে গিয়েছিল আমাদের সঙ্গে।
‘Thanos' son of A'lars :
এই হয়ত প্রথম এক ভিলেন চরিত্র যা আমাদের মনের ভিতরে গিয়ে ধাক্কা দেয়। একমাত্র এই চরিত্রই পারে অর্ধেক দুনিয়াকে শেষ করে সূর্যাস্ত দেখতে। এই চরিত্রই কিন্তু ফিরে যায় সব শেষে নিজের সেই ছোট্ট মেয়েটির কাছে। তৈরী হয় এক অনবদ্য দৃশ্য ।
What did it cost ?
Everything .
সত্যিই তাই। তার প্রত্যেকটি সংলাপ তার চরিত্রের সাথে প্রাসঙ্গিক। যে গোটা জগতের অর্ধেক ধ্বংস করে দিতে চায় তারও মন আছে, তারও কারণ আছে, তারও যুক্তি আছে। এই চরিত্রকে মাত্র একবারই হারাতে পারবে Avenger দল। তারজন্যও সময়ের পেছনে যেতে হয় তাদের।
Avenger assemble :
অন্তিমে হলের সিটে বসে থাকা মুশকিল হয়ে গিয়েছিল। যখন সব আশা শেষ, যখন বিশাল Thanos বাহিনীর সামনে দাঁড়িয়ে captain amaerica একা, তখন তার বিষণ্ন মুখটা আমার বুক কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু এখানেই শেষ তা নয় মশাই, এখানেই শেষ নয়। ফিরে এল Black panther, শুরু হল সেই পরিচিত রব ‘wakanda forever’ ফিরে এল একে একে সবাই। ফিরে এল peter ও। আবার সরল শিশুর মত Mr.stark এর কাছে চলে গিয়েছিল। তাঁদের সেই আলিঙ্গনে নিজেকে আটকাতে পারি নি। সবাই যখন তৈরী তখন দুরন্ত দুটি শব্দ যা আমার মাথা থেকে পা অব্দি বিদ্যুৎ খেলে গিয়েছিল – ‘Avengers assemble’
Poetic Death :
প্রানপণ লড়াই শব্দটার যথাযথ প্রয়োগ করা হল যেন। সত্যিই প্রানপণ লড়ল। শেষ লড়াই লড়ল তারা। Quantum realm এ গিয়ে, সময়ের চাকার বিপরীতে ফিরে গিয়ে তারা লড়ল। soul stone এর বদলে আত্মত্যাগ দিল Avenger।
হ্যাঁ, তারা ছিল পরিবার hawkai ও Natasha কেউই কাউকে মরতে দেবে না। কে আত্মবলিদান দেবে তার জন্যও লড়ল তারা । শেষে একজন আরেকজনকে ঠেলে যাচ্ছে মৃত্যুর দিকে। সেই মৃত্যু দেখে দুঃখ হয়না, এ এমন এক ব্যাথা এমন এক অভাব যা বলা যায় না ।
Love you 300 :
Thanos শেষে তুড়ি মেরেছিল বটে, কিন্তু যেই দল একবার হারকে বরণ করেছে, তারা যে আর হার মানাবে না। সমস্ত infinity stone iron man নিজের হাতে নিয়ে নেয়। শেষ তুড়ি কিন্তু avenger মারল ।