'অ্যাভেঞ্জার: ইনফিনিটি ওয়ার'-এর পর দীর্ঘ এক বছর ধরে অপেক্ষা করেছে মার্ভেল ভক্তরা। একের পর এক দমবন্ধ করা টিজার-ট্রেলার, কখনও ইউটিউবে লিক ভিডিও বা কখনও লিক ফোটো দেখে কাল্পনিকভাবে সাজিয়ে নিয়েছিল 'এন্ড গেম'র গল্প। সব অপেক্ষার অবসান। আগামী শুক্রবার ২৬ শে এপ্রিল পর্দায় আসতে চলেছে মার্ভেল স্টুডিওর এন্ড গেম। বাকি রয়েছে আর মাত্র পাঁচ দিন। তবে এর মধ্যেই ঘটে গিয়েছে নজিরবিহীন ঘটনা। আগাম টিকিট বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে ফেলছে মার্ভেল স্টুডিও। এই দশকের সবচেয়ে অপেক্ষার ছবির তকমা পেয়েছে 'অ্যাভেঞ্জার 'এন্ড গেম'| ২০ তারিখ আগাম টিকিট বিক্রি শুরু হয়েছিল আমেরিকাতে। মুহুর্তের মধ্যে বিক্রি হয়ে যায় সমস্ত টিকিট। শুধু তাই নয় এদিন দুটি বড় অনলাইন টিকিট বুকিং সংস্থা ফ্যান্ডেঙ্গো এবং অ্যাটোমের সাইট ক্র্যাশ করে যায়। এমনটাই জানিয়েছে টিকিট বুকিং সংস্থাগুলি।
ভারতেও ২০ তারিখ এবং ২১ তারিখ আগাম টিকিট সেল করেছিল মার্ভেল। এখানেও দেখা গিয়েছে একই দৃশ্য। বুক মাই শো এবং পেটিএমে টিকিট ছাড়ার মাত্র ৪ ঘণ্টার মধ্যেই বড় শহরগুলিতে সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। পাশাপাশি বিদেশে টিকিট ‘ব্ল্যাক’ এরও অভিযোগ উঠেছে। টিকিটের আসল দামের থেকে তিন গুন চার গুন বেশি দামে বিক্রি করছে টিকিট। তাও কিনে ফেলছেন মার্ভেল হিরোদের অন্ধ ভক্তরা।
তবে মার্ভেল স্টুডিওর ক্ষেত্রে এই ঘটনা নতুন নয়। এর আগেও মার্ভেল বহুবার নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে।
প্রথমবারঃ ২০১৫ সালে স্টার ওয়ার্স : ‘দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’ ছবির আগাম টিকিটের জন্য প্রবল উন্মাদনা দেখা গিয়েছিল।
দ্বিতীয়বারঃ ২০১৬ সালে রগ ওয়ান : ‘স্টার ওয়ার্স স্টোরি’ ছবির মাধ্যমে মার্ভেলের নিজেই সেই রেকর্ড ভাঙে।
তৃতীয়বারঃ ২০১৭ সালে স্টার ওয়ার্স : ‘লাস্ট জেডি’ ছবির মাধ্যমে আবারও নিজের রেকর্ড ভাঙে মার্ভেল।
চতুর্থবারঃ ২০১৮ সালে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার’ ভেঙে দেয় সমস্ত রেকর্ড।
আবারও নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে ফেললো মার্ভেল। ‘এ্ন্ড গেম’ ছবির আগাম টিকিট বিক্রি তাক লাগিয়ে দিল সারা বিশ্বকে। ২০ এবং ২১ তারিখ হওয়া আগাম টিকিট বুকিং এর দিন মাত্র ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেল সমস্ত টিকিট। মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লী, কলকাতা-র মত মেট্রো শহরগুলিতে টিকিটের হাহাকার চলছে রীতিমত। ভারতে টিকিটের এহেন উন্মাদনা নিয়ে ছবির পরিচালক ‘জ্যাঁ রুসো’ টুইট করে জানিয়েছেন, ‘অবিশ্বাস্য! তোমরা সত্যিই সেরা’।
‘এন্ড গেম’ এর ট্রেলার রিলিজেই উঠেছিল ঝড়। ট্রেলার রিলিজের দিনই মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ২৮৯ মিলিয়ন ভিউ হয়েছিল। যা পূর্বেকার ছবি ইনফিনিটি ওয়ার এর তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেশি।
‘হবে নাই বা কেন! এক বছরের টানা অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে ‘এন্ড গেম’। ‘ইনফিনিটি ওয়ার’ ছবিটি দুটি অংশে দেখানো হবে সেটা আগে থেকেই জানত মার্ভেল ফ্যানেরা| ইনফিনিটি ওয়ারের গল্প অনুযায়ী থ্যানোস তাঁর বলা কাজ করে দেখিয়েছিল। থ্যানোস নৈঃশব্দ্য চায়। কেউ থাকবে না কিছু থাকবে না, থাকবে শুধু সে আর নিস্তব্ধতা। এক এক করে তার সমস্ত ইচ্ছে সুদে আসলে মিটিয়ে নিয়েছিল এই ভয়ংকর শক্তিধর। ইতিমধ্যেই তার প্রকোপে ঝরে গিয়েছে স্পাইডারম্যান, ভিশন, স্কারলেট উইচ, ব্ল্যাক প্যান্থার, ড. স্ট্রেন্জ সহ গার্ডেন অফ দ্য গ্যালাক্সির বেশিরভাগ সুপার হিরোদের অস্তিত্ব। সবাই যেন প্রহর গুনছে সবকিছু শেষ হয়ে যাওয়ার। ঠিক এই চরম মুহূর্তেই শেষ হয়েছিল 'অ্যাভেঞ্জার: ইনফিনিটি ওয়ার'। ‘এন্ড গেম’এ দেখা যাবে বাকি অ্যাভেঞ্জাররা কিভাবে ফিরিয়ে আনবে বাকিদের। তাই সারা বিশ্ব জুড়ে মার্ভেল অনুগামীদের উন্মাদনা এখন তুঙ্গে।