বিপদ এড়াতে আপৎকালীন পথ

কলকাতার মেট্রো রেল আগামী দিনে গোটা কলকাতাকে মুড়ে ফেলবে। উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম জুড়ে চলবে মেট্রো রেল। কাজ চলছে তবে তার জন্য কিছুদিন অপেক্ষা তো করতেই হবে। কিন্তু আমাদের নিত্যদিনের যে মেট্রোর পরিষেবা, তা নিয়ে অনেকেই আতঙ্কে ভুগছেন। তবে যাত্রীদের যতটা সম্ভব সুরক্ষা দেওয়া যায়, তার ব্যবস্থা করতে মেট্রো কর্তৃপক্ষ তৎপর। আগামী দিনে গঙ্গার নিচ দিয়েও ছুটে চলবে মেট্রো। গোটা দেশে কোনো নদীর নিচ দিয়ে টানেল তৈরী করে ট্রেন চালানো ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেই প্রথম করা হচ্ছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। গঙ্গার নিচের টানেল থেকে আপৎকালীন অবস্থায় যাত্রীদের বাইরে বের করে আনার জন্য স্ট্র্যান্ড রোডের ধারে থাকছে বিশেষ রাস্তা। থাকবে সিঁড়িও। সেখান দিয়েই যাত্রীদের নিরাপদে বের করে আনা হবে।

    কেএমআরসিএল সূত্রের খবর, টানেলে বাতাস সঠিকভাবে চলাচলের জন্য স্ট্র্যান্ড রোডের ধারে 'ভেন্টিলেশন শ্যাফট' তৈরী করা হচ্ছে। তার মধ্যেই থাকবে বিশেষ চ্যানেল। বিশেষ চ্যানেলে সিঁড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে। শিয়ালদা ষ্টেশনের সুবোধ মল্লিক স্কোয়ার-এও এই ধরণের একটি শ্যাফট তৈরী করা হচ্ছে, এটিরও কাজ শুরু হয়ে গেছে। তিনি আরও বলেন, টানেল বোরিং মেশিন দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ কাটার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদা ষ্টেশনমুখী টানেল কাটার কাজ আগামী মাসেই শুরু হয়ে যাবে। ভেন্টিলেশন শ্যাফট-এ স্পেশাল চ্যানেল তৈরী ছাড়াও আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় আরও কিছু ব্যবস্থা রাখা হচ্ছে। তার মধ্যে থাকছে লাইনের ধারে যাত্রীদের হেঁটে স্টেশনে পৌঁছনোর জন্য রাস্তা, টানেলে ২৫০ মিটার অন্তর ক্রস প্যাসেজ তৈরির মত পরিকাঠামো, যা দিয়ে যাত্রীদের প্রয়োজনে আপ থেকে ডাউন লাইনে কিংবা উল্টো দিকে পাঠানো সম্ভব হবে। এই মেট্রো পথ হাওড়া ময়দান এবং হাওড়া ষ্টেশন পার করে গঙ্গার নিচ দিয়ে গিয়েছে। গঙ্গার উপরিভাগ থেকে ৩০মিটার নিচে দিয়ে যাচ্ছে এই পথ। কলকাতার দিকে বিবাদীবাগ থেকে টানেল গিয়েছে এসপ্ল্যানেড পর্যন্ত। হাওড়া ঘেঁষা গঙ্গার নিচ থেকে কোনো কারনে যাত্রীদের বাইরে বের করতে হলে তাদের হাওড়া ষ্টেশনে নিয়ে যাওয়া যেতেই পারে, কিন্তু গঙ্গার অপর প্রান্তের কাছে এমন ঘটনা ঘটলে যাতে সহজেই যাত্রীদের বাইরে বের করা যায়, তার জন্যে ঠিক পাড়েই আপৎকালীন রাস্তা তৈরী করা হচ্ছে। তাহলে আর চিন্তা করার কারণ নেই। নিশ্চিন্তে অপেক্ষা করুন গঙ্গার নিচ দিয়ে পাড়ি দেবার জন্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...