এবার কলকাতা থেকে জলপথে বিদেশ, শুরু হবে রিভার ক্রুজ ট্যুরিজম

এবার তৈরি হবে কোস্টাল ক্রুজের হাব। কিন্তু সেটা কোথায়? রাজ্যের পরিকাঠামোর প্রশংসা করে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এক মাইলস্টোন ছুঁতে চলেছে ভারত। সাথে রয়েছে আমাদের শহর কলকাতাও।

জানা গিয়েছে যে ‘রিভার ট্যুরিজম’-এর জন্য সবথেকে আদর্শ হল শহর কলকাতা। এই বিষয়ে আন্তঃদেশীয় জলপথ নিগমের প্রথম কনফারেন্স হল কলকাতায়। সেখানে হাজির ছিল ২০ টি রাজ্যের মন্ত্রীরা। তাঁদের মত পশ্চিমবঙ্গ হল এক নদীমাতৃক দেশ, ফলে বিভিন্ন নদীপথ সংযুক্ত রয়েছে। সেই কারণে রিভার ক্রুজ ট্যুরিজম চালু হবে কলকাতা থেকেই। সেখানে ১০০০টি ভেসেল ও ফেরি নামানো হবে। এছাড়া জানা গিয়েছে যে গ্রীন ভেসেলের সংখ্যা আরও বাড়ানো হবে।

এদিন কেন্দ্র দাবি করেছেন যে মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কার মতন জায়গায় কলকাতা থেকে সহজ হবে যাতায়াত। এই কারণে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী, সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন যে এই বিষয়ে তিনি যথাযথ সাহায্য করবেন।

cruise-wedding

জানা গিয়েছে যে আগামী ১৩ই জানুয়ারী থেকে নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র, উত্তরপ্রদেশের বারাণসী থেকে বিশ্বের দীর্ঘতম ক্রুজ সফর চালু হতে চলেছে।

জানা গিয়েছে যে এই বিলাসবহুল ক্রুজটি কলকাতা, ঢাকা হয়ে শেষে পৌঁছাবে অসমের ডিব্রুগড়ে। এই ক্রুজ চলাচল করবে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সহ ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭টি নদীর ওপর দিয়ে।

এছাড়া জানা গিয়েছে যে ক্রুজের রুটে পড়বে সুন্দরবন ও কাজিরাঙা জাতীয় উদ্যান এবং বারাণসীতে ঘাটের গঙ্গা আরতি চাক্ষুষ করা যাবে। পর্যটকরা প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে মোট ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরে দেখার সুযোগ পাবেন। এটার হাত ধরে ভারতের পর্যটন ব্যবসায় এক নতুন আশা আসতে পারে। এই নতুন আশায় লাভবান হবে গোটা বাংলা।

এই প্রসঙ্গে পর্যটন বিশেষজ্ঞরা আশা করছেন যে ভারত-বাংলাদেশের মধ্যে জলপথে আরও যোগাযোগ বাড়বে এবং আগামী দিনে ব্যাবসার বিপুল সম্ভাবনা।

কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ করার দিকে উদগ্রীব এবং করার চেষ্টা করছে। তাঁরা বিদেশী পর্যটকদের ভারতের নদীপথের সৌন্দর্য দেখাবেন।

এছাড়া জানা গিয়েছে যে বারাণসী থেকে ডিব্রুগড় যেতে প্রায় ৫০ দিন সময় লাগবে।    

এটা শেয়ার করতে পারো

...

Loading...