প্রিয় গাছকে ভালোবাসার চিঠি

প্রিয় উলমাস,

সেন্ট মেরি কলেজ ছেড়ে যাচ্ছি আজ। তোমার সঙ্গে আর হয়ত দেখা হবে না। কিন্তু তোমার প্রতি মুগ্ধতা আমার কোনদিনও কমবে না। তোমার সঙ্গে আমার এভাবেই যোগাযোগ থাকবে।

 

এই চিঠি শুধুমাত্র একটা উদাহরন। এমন হাজার এক চিঠি এসেছে। তবে এ চিঠি গাছের প্রতি। অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের গাছেদের উদ্যেশ্যে এমন হাজার হাজার বার্তা লেখা হয়েছে।

২০১৩ সালে মেলবোর্নে আধিকারিকরা শহরের কোথায় কোথায় গাছের ডাল নাগরিকদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে তা জানার জন্য আইডি নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিয়ে নাগরিকদের মেল পাঠাতে বলেন।   

তারপরই দেখা যায় এই কান্ড। নাগরিকরা মেলে সমস্যার কথা তো জানাচ্ছেনই। তার সঙ্গে ভালবাসাও।

মেলবোর্নের পোর্টফোলিও কাউন্সিলর অ্যারন উড জানিয়েছেন, ‘মেল আমাকে পাঠাবার জন্য বলা হলেও শহরের বেশিরভাগ নাগরিক সরাসরি গাছকেই চিঠি পাঠাচ্ছে।’

অনেকেই আবার বেড়ে যাওয়া ডাল, রাস্তায়, পার্কে ঝুঁকে পড়া গাছের সমস্যার কথা লিখেছেন।  সেই সব গাছেদের প্রতি ক্ষমা চেয়ে সমবেদনার চিঠির সংখ্যাও কম নয়।

‘মেল-এ-ট্রি’ নামের এই উদ্যোগ সব স্তরের নাগরিকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নাগরিকদের মধ্যে পরিবেশ সচেতনতাও বাড়ছে।

যাঁরা মেইল পাঠিয়েছেন, গাছেদের হয়ে আকধিকারিকরাই উত্তর পাঠিয়েছেন তাঁদের।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...