Gmail-কে টেক্কা দিতে শিগগির আসছে Xmail

জিমেলের দিন কি ফুরতে চলল?

কদিন ধরেই এই প্রশ্নে তোলপাড় নেটদুনিয়া। সম্প্রতি গুগলের জিমেইল পরিষেবা বন্ধ হয়ে যাবার ভুয়ো স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ভুয়ো স্ক্রিনশটটির বয়ান অনুযায়ী ২০২৪ সালের অগাস্ট মাস থেকে বন্ধ হয়ে যাবে জিমেইল। পরে অবশ্য গুগলের পক্ষ থেকে জানানো ঘয় তেমন কোনও সম্ভাবনা নেই। তবে নেটপ্রেমীদের নজর কেড়েছে টেসলা কর্ণধার টেক জায়েন্ট এলন মাস্কের এক ঘোষণা।

খুব তাড়াতাড়ি নাকি ই-মেল পরিষেবা চালু করতে চলেছে এলন মাস্কের সংস্থা। আসছে Xmail। যা নাকি জিমেলের আদর্শ বিকল্প হয়ে উঠতে পারে। সম্প্রতি X হ্যান্ডেলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের সিনিয়র সদস্য নাথান ম্যাকগ্রেডির একটি টুইট থেকেই চর্চা শুরু হয়েছে। টুইট করে তিনি জানতে চেয়েছেন, কবে থেকে কার্যকর হবে Xmail? উত্তরে টেসলা সুপ্রিমো জানিয়েছেন, পরিষেবা শুরু করতে প্রস্তুত Xmail। ইউজাররা যাতে সেরা ই-মেল পরিষেবা পান, তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

73323525-4938-480e-af83-b42e1efb97e1

তবে এই মেইল সার্ভিসটির ফিচার, বাজারে আনার দিন-তারিখ বা সেবামূল্য নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। তবে এই সার্ভিসটি এক্স অ্যাপের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একাধিক অ্যাপের সুবিধা এক্সে যুক্ত করতে চান ইলন মাস্ক। সেই কারণেই এক্সে নিয়মিত নতুন সুবিধা চালু করছেন তিনি। তাই চ্যাটজিপিটির পর জিমেইলের বিকল্প হিসেবে এক্সমেইল যুক্ত হতে যাচ্ছে এক্সে। এক্সের ট্রেন্ডিং টপিকেও নাম উঠে এসেছে এক্সমেইলের।

প্রসঙ্গত, এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেইল পরিষেবা জিমেইল। বিশ্বব্যাপী ১৮০ কোটি সক্রিয় ইউজার রয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...