আজ যখন স্টোনওয়াল রায়টস-এর আন্দোলনের ৫০বছর পূর্তিকে কুর্নিশ জানিয়ে পালন করা হচ্ছে সমপ্রেমীদের দিবস হিসেবে, তখনই সেই আন্দোলনের মুখ হিসেবে উঠে এলেন এক বঙ্গ নারী। মিস ট্রান্স ইন্ডিয়া ২০১৯-এর খেতাব জিতে নিয়েছেন বালুরঘাটের বাসিন্দা তথা জলপাইগুড়ির বৌমা অ্যানি। বিয়ের আগেও অ্যানি মডেলিং করতেন। কিন্তু বিয়ের পর নতুন জীবন উপভোগ করার জন্য এবং নতুনভাবে সব কিছু শুরু করার জন্য মডেলিং কিছুদিন বন্ধ রেখেছিলেন। তবে বন্ধু তথা স্বামী সাগ্নিক তাঁকে উৎসাহ দেন আবার মডেলিং করার জন্য। সেই থেকেই শুরু। তারপর আরও এগিয়ে যাওয়া এবং সাফল্য।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু এলাকার বাসিন্দা অনীক দত্ত পুরুষ হয়ে জন্মালেও মন থেকে ছিলেন নারী। চেয়েছিলেন শারীরিকভাবেও নারী হয়ে উঠতে। সমাজের বহু বাধা বিপত্তি কাটিয়ে তিনি এখন অ্যানি। মডেলিং জগৎ তাঁর বিচরণভূমি হলেও তিনি কিন্তু পেশায় একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তবে মডেল হিসেবেই সকলে তাঁকে বেশি চেনে।
২০১৬ সালে কলকাতায় অ্যানির আলাপ হয়েছিল সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে। সাগ্নিকও স্কুল শিক্ষক। দুই বছরের প্রেমপর্বের পর বিয়ে করেন দুজনে। আগে যদিও মডেল হিসেবেই পরিচিত ছিলেন বেশি, কিন্তু বিয়ের পর একেবারেই সব বন্ধ ছিল। সময় কাটত সংসার, স্কুল নিয়েই। অবশেষে দিল্লিতে এলিনা মিস ট্রান্স ইন্ডিয়া-২০১৯ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাজিমাত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। শনিবার অ্যানি পৌঁছে গিয়েছিলেন শেষ বারো জনের মধ্যে একজন হিসেবে। রবিবার ছিল ফাইনাল রাউন্ড। তাতেই কেল্লাফতে করে ফেললেন তিনি। তৃতীয় লিঙ্গের সুন্দরী প্রতিযোগিতায় সেরা হলেন অ্যানি দত্ত।
নিজেকে বিশ্বের দরবারে মেলে ধরতে চান তিনি এখন। বাপের বাড়ি, শ্বশুরবাড়ি সহ সকলেই সমর্থন করছে এখন অ্যানিকে। তাঁদের শুভকামনাই অ্যানির এই সাফল্যের কারণ বলে মানেন তিনি।