এলিমিনেটরে মুখোমুখি কার্তিক ও রাহানে

 মে ২৩ ২০১৮:  বুধবার কলকাতার ইডেন গার্ডেনে এলিমিনেটরে মুখোমুখি কলকাতা ও রাজস্থান। একদিকে হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় পেয়ে তৃতীয় স্থানে থাকা কলকাতা তো অন্যদিকে লিগের শেষ থেকে হঠাৎ-ই প্রথম চারে চলে আসা রাজস্থান, দুজনেই তৈরী সর্বশক্তি দিয়ে বিরোধিদের প্রতিরোধ করতে। কিন্তু আজকের ম্যাচে কলকাতার এগিয়ে থাকার কারণ হল কলকাতার স্পিন ট্রিয়ো। এই আইপিএলে কলকাতার স্পিনারদের পারফরমেন্স ছিল উল্লেখযোগ্য। তার ওপর ঘরের মাঠে খেলার দরুন সর্বদিক থেকে সুবিধা পাবে কলকাতা। কলকাতর সবচেয়ে বড় সমস্যার কারন যেটা তা হল আন্দ্রে রাসেলের ছন্দে না থাকা, ইডেনে সেই সমস্যারও সমাধান হতে পারে বলে আশা করা যায়। নারিনের ইডেন ভাগ্য খুব সুপ্রসন্ন তাই হয়ত ব্যাট আর বল হাতে আজ কার্যকরী হতে পারে সে। কলকাতার সমস্যার কারণ হল তাঁদের ধারাবাহিকতা। এই ধারাবাহিকতার অভাবের ফলে অনেক ম্যাচ হারতে হয়েছে তাঁদের তাই আজকের ম্যাচে যদি তা বজায় থাকে তাহলে এই ম্যাচেও জয় পেতে সমস্যা হবে না কার্তিক বাহিনীর। তাই আজকের ম্যাচে অনেকটা সুবিধাজনক জায়গায় থাকছে কেকেআর।

এটা শেয়ার করতে পারো

...

Loading...