স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই অধ্যাপক পদে আবেদনের সুযোগ

বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন।  বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই অধ্যাপক হওয়ার জন্য শূন্যপদে আবেদন জানানো যাবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে ইচ্ছুকপ্রার্থীদের 

আবেদনকারীকে ৫৫ শতাংশ নম্বর পেয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতেই হবে। তফসিলি জাতি, উপজাতি কিংবা অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী হলে ৫০ শতাংশ নম্বর পেলেও চলবে।  পিএইচডি ডিগ্রিধারীদের আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে প্রাপ্ত নম্বরের হিসাবে ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন তাঁরা।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে https://www.wbcsconline.in– এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। নির্দিষ্ট সময়সীমার বাইরে গিয়ে আবেদন করলে তা গ্রাহ্য হবে না। সাধারণ বা জেনারেল প্রার্থীদের ১০০০ টাকা, ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫০০টাকা এবং তফসিলি জাতি, উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে মাত্র ২৫০ টাকা ব্যাংকে জমা দিতে হবে আবেদনের মূল্যবাবদ। এরপর চালান সংগ্রহ করে সাধারণ পদ্ধতির মতোই এগোবে এটি।

আগামী ১৯ জানুয়ারি, ২০২০ সালে পরীক্ষাটি হবে, স্টেট এলিজিবিলিটি টেস্ট এর মাধ্যমে দুটি পেপারে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের সিট কোথায় পড়বে তা জানার জন্য নজর রাখতে হবে ওয়েবসাইটে এই নতুন নিয়ম চালু হওয়ায় খুশি অনেকেই। প্রস্তুতি চলছে জোরকদমে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...