Elevator Mirrors: লিফটে আয়না থাকার আসল কারণ জানেন?

আবাসন হোক বা অফিস, উঁচুতলা বিল্ডিং-এ উপরে ওঠা-নামার জন্য আমরা সাধারণত লিফট ব্যবহার করি। তবে অদ্ভুত বিষয়, বর্তমান যুগের প্রায় প্রত্যেক লিফটেই আয়না থাকে। কিন্তু এমন কেন? লিফটে আয়না বসাবার কী প্রয়োজন?

লিফটে আয়না বসাবার কিছু বিশেষ কারণ রয়েছে। অনেকেই মনে করেন, লিফটে আয়না থাকার কারণ কোথাও যাওয়ার সময় শেষ মুহুর্তে নিজেকে একবার দেখে নেওয়া। আয়নায় প্রতিবিম্ব দেখে ঠিক করে নেওয়া যে প্রসাধন ঠিক রয়েছে কীনা। কিন্তু এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

প্রথমত, লিফট খুব ছোট্ট একটি জায়গা। উঁচুতলা বিল্ডিং-এ এক তলা থেকে অন্য তলায় যাওয়ার জন্য ব্যবহৃত হয় এটি। ফলে এখানে সঠিকভাবে হাওয়া চলাচলও করে না। কিন্তু অনেক মানুষই রয়েছেন, যাদের এমন বদ্ধ জায়গাতে শ্বাসকষ্ট হয়, হাত-পা ঘেমে যায় অথবা হার্টবিট বাড়ে। তাই লিফটে আয়না থাকলে লিফটটিকে বড় মনে হয় ও তারা মানসিকভাবে স্বস্তি পান।

এছাড়াও আয়না থাকার ফলে লিফটে থাকা প্রতিটি মানুষকে সহজেই দেখা যায়। সেকারণে অপরাধমূলক কাজ কম হয়। কাজেই পিছন থেকে কেউ আপনাকে আক্রমণ করার চেষ্টা করলে আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারবেন, আততায়ীকে শনাক্তও করতে পারবেন। ফলে লিফটের মতন বদ্ধ জায়গাতেও আপনার নিরাপত্তা বজায় থাকবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...