বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ভাবনা

আমাদের ফেলে দেওয়া বর্জ্য থেকে চারপাশে দূষণের মাত্রা এতটাই বেড়ে যাচ্ছে, যে চারদিকে ত্রাহি ত্রাহি রব উঠছে। শুধুমাত্র আমাদের শহর বা দেশ নয়, সারা বিশ্বই এই বিষয়ে নিয়ে যথেষ্ট চিন্তিত। বিধাননগর পুরসভা, এলাকার দূষণ নিয়ে কিছু সদর্থক পরিকল্পনার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে। সেখানকার জমা জঞ্জাল থেকে প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার কথা ভাবছে পুরসভা। মূলতঃ বাড়ি বাড়ি থেকে যে জৈব বর্জ্য সংগ্রহ করা হয়, তাকে প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিধাননগর পুরসভার ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ সদস্য দেবাশীষ জানা জানান, কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটির আওতাতে একটি কোম্পানি এই প্রকল্পের কাজ করবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে সল্ট লেকের ৩৪ নং ওয়ার্ডে এই কাজ বাস্তবায়িত করার কথা ভাবা হয়েছে। যদি পরিকল্পনা মাফিক কাজ সফল হয়, তখন বৃহৎ আকারে এই কাজ করা হবে বলে জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে।

    পুরসভার পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে যে, কয়েক কোটি টাকা ব্যয়ে উক্ত প্রকল্পটি থেকে ভবিষ্যতে যে পরিমান বিদ্যুৎ উৎপন্ন হবে, তা দিয়ে খালপাড়ের রাস্তার আলো জ্বালানো যাবে। ওই ওয়ার্ডে বর্তমানে আলো জ্বালাতে যে পরিমান খরচ হয়, তার থেকে অনেকটাই কম খরচ হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক পর্যায়ে যে অঞ্চলে এই প্রকল্পটির বাস্তবায়ন ঘটানো হবে, সেটি সফল হলে, সল্টলেকের প্রতিটি ওয়ার্ড এবং রাজারহাটেও বেশ কয়েকটি ওয়ার্ডে ভবিষ্যতে এরকম জঞ্জাল থেকে বিদ্যুৎ উৎপাদন করে আলো জ্বালানোর পরিকল্পনা নেওয়া হবে।

      সম্প্রতি ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকেই ৩৪ নং ওয়ার্ডে এরকম প্রকল্প রূপায়নের প্রস্তাব দেওয়া হয়েছিল। পুরসভার পক্ষ থেকে সে বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। তবে প্রকল্পের জায়গাটা ঠিক কোথায় তৈরী হবে, সেই বিষয়ে পুরসভা এবং ওই সংস্থা একযোগে সিদ্ধান্ত নিয়েছে, যে ইস্টার্ন ড্রেনেজ ক্যানাল পাড় অন্তর্গত একটা জায়গায় প্রকল্পটি তৈরী করা হবে। পুরসভা সূত্রে জানানো হয়েছে, যদিও এলাকার বর্জ্য দিয়েই প্রকল্পটির বাস্তবায়নের কথা ভাবা হয়েছে, কিন্তু যদি প্রয়োজন হয়, তাহলে অন্য ওয়ার্ড থেকেও বর্জ্য নিয়ে আসা হবে। আর একটি বিষয়েও দৃষ্টিপাত করলেন পুরসভার আধিকারিকরা- যদি হিসেবের থেকে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়, তাহলে সেই অতিরিক্ত বিদ্যুৎকে কিভাবে কাজে লাগানো যায় সেবিষয়েও কথা বলছেন তাঁরা সংশ্লিষ্ট প্রযুক্তিগত বিশারদের সঙ্গে। ভবিষ্যতে পুরসভার সরকারি ভবনগুলিতেও ওই বর্জ্য থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎ কাজে লাগানো যেতে পারে।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...