Electric Ferry In India: দেশের প্রথম ইলেক্ট্রিক্যাল ফেরি ভেসেল চালু হল বঙ্গে, কী কী সুবিধা রয়েছে এই জলযানে?

দেশের প্রথম এনজি ইলেক্ট্রিক্যাল ফেরি ভেসেল চালু করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের আর কোথাও নেই এই পরিষেবা। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভেসেলের আনুষ্ঠানিক সূচনা করেন।

 

হাইলাইটসঃ
১। ইলেক্ট্রিক্যাল ফেরি ভেসেল চালু করল রাজ্য
২। এটি দেশের প্রথম ইলেক্ট্রিক্যাল ফেরি ভেসেল
৩। এটি বানাতে মোট ছয় কোটি টাকা খরচ হয়েছে

 

এই ভেসেলটি মূলত মিলেনিয়াম পার্কের় থেকে বেলুড়মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা দেবে। এটি মূলত ইলেক্ট্রিক ব্যাটারি চালিত ভেসেল। এসি এবং নন এসি দুটি বিভাগই থাকছে এই পরিবহণে। এটি সর্বোচ্চ ৩০ কিমি পথ একটানা পাড়ি দিতে পারবে, অর্থাৎ প্রায় ২ ঘন্টা ধরে চলার সক্ষমতা আছে এই জলযানের।

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মোট ৩৭ টি ডিজেল চালিত লঞ্চ রয়েছে রাজ্যে। কিন্তু ইলেক্ট্রিক্যাল ফেরি ভেসেল এই প্রথম চালু করল রাজ্য। এই ভেসেল বানাতে মোট ছয় কোটি টাকা খরচ করেছে রাজ্যে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ভেসেলটি ২৪ মিটার দীর্ঘ। এটি প্রতি ঘণ্টায় ২১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এবং প্রায় ১৫০ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে এটিতে। এই ইলেকট্রিক জলযানের গতি ৮ নট থেকে ১০ নট পর্যন্ত। জিআরএসই’র ইঞ্জিনিয়াররা এই ভেসেলটির নকশা তৈরি করেছে।

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-র কথায়, মূলত পরিবেশ দূষণ কমানোর উদ্দ্যেশ্যেই এই ভেসেল তৈরি করা হয়েছে। এই গ্রিন ভেসেল বা দূষণ মুক্ত জলযানে সোলার প্যানেলের ব্যবস্থা থাকবে। সোলার প্যানেলের মাধ্যমেও শক্তি সঞ্চয় করতে পারবে এই ই-ভেসেল। ফলে সম্পূর্ণ জনযানটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বর্তমানে রাজ্যে যে ধরনের ভেসেল চলছে, সেগুলিকে ভবিষ্যতে কমিয়ে বিদ্যুৎচালিত ভেসেল বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্যে সরকারের। এমনকি জাতীয় জলপথ ১ বা হলদিয়া-বারানসী জলপথেও ইলেকট্রিক ভেসেল বা ফেরি ব্যবহার করা যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...