ট্রেনে চকলেট বিক্রি করেন এই অশীতিপর বৃদ্ধা, মন জয় করলেন নেটিজেনদের

সফর যতই কঠিন হোক, পথিকের ইচ্ছের জোরই তাকে গন্তব্যে পৌঁছে দেয়। মানুষের সবচেয়ে জোরালো ক্ষমতা হল তার ইচ্ছা শক্তি। এই ইচ্ছাশক্তিকে হাতিয়ার বানিয়ে পৃথিবীর সব বাধা, বিপত্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে মানুষ। এই কথাটা কতটা সত্য তার প্রমাণ দিলেন মুম্বই শহরের এক বৃদ্ধা। বয়স যে তাঁর কাছে শুধু একটি সংখ্যা মাত্র। নিজের কাজের মধ্যে দিয়ে বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানেই দেখা গিয়েছে এই বৃদ্ধাকে। পরনে সাধারণ সালোয়ার কুর্তা একটি মুম্বই লোকাল ট্রেনে চকোলেট এবং অন্যান্য খাবারের প্যাকেট নিয়ে যাত্রীদের কাছে বিক্রি করতে দেখা গিয়েছে। ভিডিয়োর ব্যাকগ্ৰাউন্ডে বাজছে 'মানা কি মুশকিল হ্যায় সফর, পার সুনো মুসাফির' গানটি। তাঁর সেই ভিডিয়ো আত্মবিশ্বাস জুগিয়েছে বহু মানুষকে। যেখানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্ম ক্ষমতা কমে যায়। সেখানে বয়সের অজুহাতকে তুড়ি মেরে  এখনও কাজ করে যাচ্ছেন ঐ বৃদ্ধা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mona F Khan (@mona13khan)

সেই ট্রেনের এক যাত্রী এই ভিডিয়োটি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। ভিডিয়ো দেখে কমেন্ট করেছেন নেটিজেনেরা‌। একজন বলেছেন, "কখনও কখনও আমাদের প্রয়োজন না থাকলেও এই পরিশ্রমী মানুষদের কাছ থেকে জিনিস কেনা উচিত। এই সামান্য ঘটনাই তাঁদের কাছে বিশেষ হয়ে উঠতে পারে।" এক ব্যক্তি এই ভিডিয়ো দেখে আত্মবিশ্বাসী হয়ে বলেছেন, "বস অ্যাসি ভিডিয়ো কো দেখ কার লাইফ মে হিম্মত মিলতি হ্যায়।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...