ইকো পার্ক-এর নতুন আকর্ষণ আইফেল টাওয়ার

নিউ টাউনের ইকো পার্ক ইতিমধ্যেই শহরের নাগরিকদের সঙ্গে সঙ্গে বাইরের পর্যটকদেরও আকর্ষিত করতে শুরু করেছে। সম্প্রতি পৃথিবীর সপ্তম আশ্চর্যের যে রেপ্লিকা গুলো রাখা হয়েছে ওখানে সেগুলি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। এবারে আসন্ন বড়দিননতুন বছরকে স্বাগত জানাতে আইফেল টাওয়ারের রেপ্লিকা খুলে দেওয়া হচ্ছে ২৪ ডিসে থেকে। শীতের আমেজে লিফটে করে আইফেল টাওয়ারের ওপরে উঠে প্যারিসের আইফেল টাওয়ারে ওঠার অনুভূতি নেওয়া যেতেই পারে। কার কেমন কল্পনা শক্তি তার ওপর বিচার করে নিজেরাই ঠিক করুন কতটা শিহরিত হতে পারবেন আপনি। প্যারিস কাফের মত এখানেও কলকাতা কাফে তৈরী থাকছে আপনাদের আপ্যায়ন করার জন্য। স্মরণীয় মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে তৈরী করা হয়েছে সেলফি জোন

  শীতের মরসুমেই এই পার্কে ভ্রমন পিপাসুদের ভিড় বাড়ে। তার ওপর এবারে আইফেল টাওয়ারে ওঠার হাতছানি রয়েছে পর্যটকদের কাছে। তাই উৎসবের মরশুমে যথেষ্ট ভিড় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যানজট বাড়তে পারে সেই আশঙ্কায় ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে ইকো পার্কে যাতায়াতের পুরো পরিবহন ব্যবস্থাটাই ঢেলে সাজানো হচ্ছে। ৪নং গেটের সামনে গড়ে তোলা হচ্ছে অস্থায়ী বাস স্ট্যান্ড। ঠিক হয়েছে ১নং ও ২নং গেটের পাশে দাঁড় করানো হবে বাসগুলি। গেট থেকে বেরিয়ে সবাইকে রাস্তায় বা প্রতীক্ষালয়ে অপেক্ষা করতে হবেনা, সরাসরি বাসে উঠতে পারবেন। ২নং গেট থেকে নবাবপুরের দিকে বেশিরভাগ টিকিট কাউন্টার সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যান্যবারের চেয়ে অনেক বেশি নিরাপত্তারক্ষা কর্মী নিয়োগ করা হচ্ছে। পরিবহন দফতর থেকে ইকো পার্কের জন্য অতিরিক্ত ৭০টি বাস দেওয়া হচ্ছে। অতিরিক্ত ১৭টি টিকিট কাউন্টার গড়ে তোলা হচ্ছ। এমনিতেই বিকেল চারটের পর থেকে ইকো পার্কের  সামনে যথেষ্ট ভিড় হয়। বাস ধরার জন্য অতিরিক্ত 'বাস বে' -ও গড়ে তোলা হচ্ছে। এভাবে এই শীতে ইকো পার্কে পর্যটকদের জন্য প্রশাসন যথেষ্ট সুযোগ সুবিধার আয়োজন করেছে। তাই কোনোরকম চিন্তা না করেই উৎসবের মরশুমে মেতে উঠুন ইকো পার্কের আইফেল টাওয়ারের চূড়োয় উঠে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...