কলকাতায় আইফেল টাওয়ার

প্যারিসের আইফেল টাওয়ার দর্শন আমাদের অনেকেরই তো করার সুযোগ হয়নি|  কিন্তু এবার আপনি কলকাতাতে থেকেই করতে পারবেন প্যারিসের এই আইফেল টাওয়ার দর্শন,  কারণ বড়দিনে নিউ টাউনের ইকোপার্কে খুলে দেওয়া হলো আইফেল টাওয়ারের রেপ্লিকা| এমনিতেই সারা বছর ভিড় জমে ইকোপার্কে, বহু মানুষ আসেন এখানে, আর শহরে বড়দিনে তো সমস্ত জায়গাতেই ঢল নামে  মানুষের আর বড়দিনে এমন এক জিনিস পেয়ে শহরের মানুষ যে খুশি হবেন তা বলাই যায়| রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় তৈরী এই বিশেষ পৃথিবীর আশ্চর্য্য গুলির মধ্যে অন্যতম প্যারিসের আইফেল টাওয়ার কলকাতার মানুষ এবার দেখতে পারবেন অনায়াসেই|  এবার আসা যাক এই আইফেল টাওয়ারের রেপ্লিকা প্রস্তুত করার ইতিহাসে| ২০১৫ সালে এই আইফেল টাওয়ারের রেপ্লিকা তৈরির কাজ শুরু হয় ৫৫ মিটার উচ্চতা বিশিষ্ট্য এই টাওয়ারে মানুষ উঠতে পারবেন ২০ মিটার পর্যন্ত| থাকবে বিশেষ লিফটের ব্যবস্থাও| এছাড়াও তো ইকোপার্কের অন্যান্য জয় রাইড, গেমিং জোন, ডিয়ার পার্ক, প্রজাপতি গার্ডেন রয়েছেই, রয়েছে টয় ট্রেনও|  বছরের এই বিশেষ দিনগুলোয় যেহেতু বহু মানুষের ভিড় হয় এখানে তাই মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা| সিসিটিভি সার্ভিল্যান্সের পাশাপাশি থাকবে পুলিশের কড়া নজরদারি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...