দেশের উন্ননয়নে নতুন পদক্ষেপ এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেড-এর। উজালা পরিকল্পনার অন্তরভুক্ত জিরো সাবসিডির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ৩০ কোটি এলইডি বাল্ব বিতরণ করে। পরিসংখ্যান অনুযায়ী তাঁদের এই পরিকল্পনার জন্য দেশের আনুমানিক ৩৮ মিলিয়নের কিলোওয়াটের কাছাকাছি বিদ্যুত সাশ্রয় হয়েছে বলে জানা যায় যার দাম ১৫ হাজার কোটি টাকার কাছাকাছি। পরিসংখ্যান থেকে আরো জানা গেছে যে এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসের এই পরিকল্পনার জেরে এলইডি বাল্বের চাহিদা বাজারে ০.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১০ শতাংশ। এই পদক্ষেপের ফলে আন্তর্জাতিক এলইডি বাজারে ভারতের শেয়ার ০.১ শতাংশ থেকে ১২ শতাংশ হয়ে দাড়ায়। তাছাড়াও এলইডি বাল্বের প্রোডাকশন রেট ৩০ লক্ষ থেকে বেড়ে দাড়ায় ৬ কোটি যা ৬০ হাজার কর্মীদের কর্মসংস্থানের যোগান দিয়েছে।