গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, চাকরি করে গ্রামের উন্নতি করবে, এমন কে না চায়! আর সেই স্বপ্নই সফল করেছে উত্তরপ্রদেশের কাসমপুর খোলা গ্রামের একদল যুবক-যুবতী। সেখানে মোট ২৬ জন ছেলেমেয়ে একসাথে পুলিশ কনস্টেবল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই খবরে আনন্দের পরিবেশ গোটা গ্রামে।
উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলায় অবস্থিত এক গ্রাম কাসমপুর খোলা। সেখানে প্রায় সব মানুষই সরকারি চাকরি করেন। গ্রামবাসীরা গর্ব করে বলেন যে, এমন কোনও সরকারি পরীক্ষা নেই যেখানে এই গ্রামের ছেলেমেয়েরা সফল হয়নি। এবারও সেই অসম্ভবের সাক্ষর রাখল কাসমপুর খোলা।
জানা গেছে, চলতি বছরে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় গ্রামের ৭০ জন ফর্ম ফিলাপ করেছিলেন। এর মধ্যে ২৬ জনই চাকরির লিখিত পরীক্ষায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন। কিন্তু এখনও চাকরিতে যোগ দেননি তাঁরা। কারণ, লিখিত পরীক্ষার পর এবার শারীরিক পরীক্ষা হবে। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই একই গ্রামের মোট ২৬ জন যুবক-যুবতীর পরিচয় হবে ‘পুলিশ’ হিসেবে।
লিখিত পরীক্ষার পরবর্তী ধাপ শারীরিক পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্যও গ্রামে উত্তম ব্যবস্থা রয়েছে। অনুশীলনের জন্য গ্রামের এক-দেড় কিলোমিটার দূরে একটি ট্র্যাক তৈরি করা হয়েছে। রোজ সেখানেই অনুশীলন করেন যুবক-যুবতীরা। এমনকি গ্রামে একটি লাইব্রেরিও রয়েছে। সেখানেও পড়াশোনার অনেক সুবিধা পান শিক্ষার্থীরা।
কেমনভাবে এই অসম্ভব সম্ভব হল? এই প্রশ্নে তাঁরা জানিয়েছেন, তাঁরা কেউই কোনো কোচিং ক্লাসের সাহায্য নিয়ে পড়াশোনা করেননি। বরং ইউটিউবে নানা এডুকেশনাল ভিডিও ছিল তাদের পড়াশোনার মাধ্যম। সেখান থেকে তাঁরা নোটস বানিয়েছেন, রিভিশন দিয়েছেন। আর সেই একনিষ্ঠতার কারণেই তাদের কাছে ধরা দিয়েছে সাফল্য।