চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ। বৃহস্পতিবার শেষ হয়েছে সেই পরীক্ষা। আর শেষ হতেই এদিনই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী, ব্রাত্য বসু। জানা গিয়েছে যে ২০২৫ সালের মার্চ মাসের শুরতেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
জানা গিয়েছে এদিন বিকাশ ভবনে সাংবাদিক সাক্ষাৎকারে মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রথমেই তাঁরা জানান যে এই বছরের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী তিন মাসেওর মধ্যেই পরীক্ষার ফলপ্রকাশ হবে বলে জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এছাড়া এদিন সংসদ সভাপতি জানিয়েছেন এবারে পরীক্ষাকেন্দ্রে মোবাইল-সহ ধরা পড়ায় পরীক্ষা বাতিল হয়েছে প্রায় ৪১ জনের।
অন্যদিকে, ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের দিনক্ষণ নিয়ে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন, যে আগামী বছরের ৩ মার্চ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং শেষ হবে ১৮ মার্চ। পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর একটা ১৫ মিনিট পর্যন্ত।
এছাড়া এদিন বিস্তারিত রুটিনও প্রকাশিত হয়েছে সংসদের তরফে।
তাতে দেখা যাচ্ছে ৩ মার্চ প্রথম ভাষার পরীক্ষা হবে। এরপর ৪ মার্চ বিভিন্ন ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে। ৫ মার্চ হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৬ মার্চ অর্থনীতি, ৭ মার্চ ফিজিক্স নিউট্রিশন এডুকেশন ও একাউন্টান্সি বিষয়ের পরীক্ষা। ৮ মার্চ কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সাইন্স, পরিবেশ বিদ্যা, হেলথ ও ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস এর পরীক্ষা হবে। ১০ মার্চ কমার্শিয়াল ল, সোশিয়লজি, ফিলোসফি বিষয়ের পরীক্ষা হবে। ১১ মার্চ কেমিস্ট্রি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, এরাবিক ও ফ্রেঞ্চ বিষয়ের পরীক্ষা হবে। ১৩ মার্চ অংক, সাইকোলজি, এনথ্রোপোলজি, এগ্রোনমি ও ইতিহাস বিষয়ের পরীক্ষা হবে। ১৭ মার্চ বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস ও পলিটিকাল সায়েন্স বিষয়ের পরীক্ষা হবে। ১৮ মার্চ স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষা হবে।
এছাড়া জানা গিয়েছে আগামী বছর দু’টি নতুন বিষয়ের পরীক্ষা নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যটি, ডেটা সাইন্স এর পরীক্ষা। আগামী বছরই প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিতে চলেছে পরীক্ষা আকারে।