Ed Sheeran: জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এলেন পপ তারকা এড শিরন

ব্রিটিশ পপ গায়ক এড শিরন-কে দেখা গেল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। উদ্দ্যেশ্য, জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ। সোমবার সকাল সকাল এই ঘটনায় কার্যত হইচই পড়ে গেছে জিয়াগঞ্জ এলাকায়।

জানা গেছে, অরিজিৎ সিংয়ের সঙ্গে দেখা করতে সোমবার তাঁর বাড়িতে পৌঁছান এড শিরন। এর আগে একাধিকবার ভারত সফরে এলেও এই প্রথম মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এলেন তিনি। সোমবার সকালে তিনি অরিজিৎ সিং –এর বাড়ি এসে পৌঁছান। বিকেলবেলা স্কুটিতে করে এড শিরনকে নিয়ে বেড়িয়েও পড়েন অরিজিৎ।

এরপর দুজনে চলে যান ভাগীরথী নদীর তীরে। পড়ন্ত বিকেলে দুই বিশ্ববিখ্যাত গায়ককে নৌকাবিহার করতে দেখা যায়। নৌকাবিহার করতে করতেই সুরে সুর মেলান দুজনে। পছন্দের দুই তারকাকে একসঙ্গে দেখে, রীতিমত শোরগোল বেঁধে যায় নদী তীরে।

সম্প্রতি ভারত সফরে এসেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। ভারতের নানা প্রান্তে কনসার্ট রয়েছে তাঁর। বেঙ্গালুরুতে ছিল তাঁর প্রথম কনসার্ট। কখনও রাস্তায় গান গাইতে, কখনও অটোয় বসা তাঁর ছবি বিপুল ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এরমধ্যেই মুশির্দাবাদে তাঁকে দেখতে পেয়ে অবাক তাঁর অনুরাগীদল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...