বেঙ্গালুরুর রাস্তায় পপ তারকা এড শিরান –কে গান গাইতে বাধা দিল পুলিশ। সম্প্রতি এই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। এর পর থেকেই এই ঘটনা নিয়ে নানা মন্তব্যে মুখরিত হয়েছে সমাজমাধ্যম।
হাইলাইটসঃ
১। এড শিরান –কে গান গাইতে বাধা দিল পুলিশ
২। বেঙ্গালুরুর রাস্তায় গান গাইছিলেন তিনি
৩। এই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে
সম্প্রতি ভারত সফরে এসেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। ভারতের নানা প্রান্তে কনসার্ট রয়েছে তাঁর। এই তালিকায় রয়েছে বেঙ্গালুরুও। শনিবার বেঙ্গালুরুতে ছিল তাঁর প্রথম কনসার্ট। এরপর বেঙ্গালুরুতে তাঁর দ্বিতীয় অনুষ্ঠান ছিল রবিবার সন্ধ্যায়। কিন্তু তার আগে সকালে চার্চ স্ট্রিটে গান গাইত দেখা যায় তাঁকে। সাদা টি শার্ট ও হাফ প্যান্ট পরে খুব সাধারণ ভঙ্গিতেই তিনি ‘শেপ অফ ইউ’ গানটি গেয়ে ওঠেন। আশেপাশে থাকা জনতা মুগ্ধ হয়ে শোনা তাঁর গান।
কিন্তু এই মুগ্ধতা বেশিক্ষণ টেকেনি। হঠাৎই তাঁর গান থামাতে এগিয়ে আসে পুলিশ। এমনকি মাইকের তারও খুলে নেয় তারা। কিন্তু এরপরও খালি গলায় বেশ কিছুক্ষণ গান করেন এড শিরান। তবে সমাজমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে তাঁর অনুরাগীরা।
অনেকের মতে, এমনভাবে একজন শিল্পীকে আটকানো উচিত নয়। আবার অনেকে বলেছেন, পুলিশ হয়ত চিনতে পারেননি এড –কে। আবার একাংশের মতে, রাস্তায় অনুষ্ঠানের জন্য অনুমতি ছিল না। তাই পুলিশ তাদের সঠিক দায়িত্ব পালন করেছে। যদিও এ বিষয়ে শিল্পী কোনও মত প্রকাশ করেননি।