জেলেদের কথা মাথায় রেখে তৈরী হলো নতুন নৌকা

প্লাস্টিক দূষণ থেকে বাঁচার জন্য তত্পর সারা বিশ্ব| আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা, ভারতবর্ষ প্রায় সমস্ত দেশই নিচ্ছে কোনো না কোনো উদ্যোগ| তার মধ্যে সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে আফ্রিকার নাম| তার কারণ আফ্রিকার ক্যামেরুনিয়ান শহর দৌয়ালা-তে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরী হচ্ছে একটি গোটা নৌকা| আফ্রিকার ইসমাইল ইসম ইবন আফ্রিকার জেলেদের জন্য সম্প্রতি তৈরী করেছেন এই নতুনধরনের নৌকাটি|

    

ইবন দেখেন সেখানকার জেলেরা মাছ ধরতে যাওয়ার জন্য কাঠের নৌকা ব্যবহার করতে পারছেন না কারণ নৌকাগুলির দাম তাদের সাধ্যের মধ্যে থাকেনা| তখন তিনি ঠিক করেন আসেপাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতলগুলি ব্যবহার করে নৌকা বানাবেন| তিনি দেখেন এই প্লাস্টিক থেকে দূষণের মাত্রাও দিনদিন সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে| তাই তিনি প্লাস্টিকের বোতল দিয়ে নৌকা বানানোর কথা ভাবেন| জানা গেছে, ছাত্র থাকাকালীনই তিনি প্রথম ইকোবোট বানানোর কথা ভাবেন| সালটা ছিল ২০১১| সেইসময়েই পরীক্ষামূলকভাবে নদীতে নামেন তার আবিষ্কৃত নৌকাটি নিয়ে| তার পরীক্ষা সফল হবে এমনটা হয়তো আশাও করেননি তিনি| তার বানানো নৌকা যখন জলে ভাসতে শুরু করে তখন অবাক হন তিনিও|

এই সাফল্যে থেকে অনুপ্রানিত হয়ে তিনি তৈরী করেন ‘মেবিকা অ্যান্ড নেচার’ নামক একটি চ্যারিটি সংস্থা যারা শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্লাস্টিক সংগ্রহের কাজ করবে| সেই প্লাস্টিক দিয়ে যাতে নৌকা তৈরী করে জেলেদের সাহায্য করা যায় তা দেখায় মূল কাজ এই সংস্থার| শুধু তাই নয়, সম্প্রতি এই সংস্থাটি শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্লাস্টিক সংগ্রহ এবং তার সর্টিং করে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্য রাষ্ট্রের প্রথম ‘ইকোবিন’ তৈরী করেছে| সংস্থার দাবি, এই ইকোবিন অনেক স্মার্ট উপায়ে প্লাস্টিক সংগ্রহ করবে এবং নদীনালাকে দূষণের হাত থেকে রক্ষা করবে|এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করা ইবন এই ইকোবোট তৈরীর জন্য বহু পুরস্কারও পেয়েছেন|  

এটা শেয়ার করতে পারো

...

Loading...