ফোনের ব্যাটারির রক্ষণাবেক্ষণ

বর্তমান যুগে মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো তার হাতের মুঠোয় এঁটে যাওয়া ওই স্মার্টফোনটা। রাস্তঘাটে, দরকারে-অদরকারে আমরা সবচেয়ে প্রথমে যে জিনিসটা খুঁজি তা হলো স্মার্টফোন। কিন্তু আমাদের মতো আমাদের স্মার্টফোনেরও তো শরীর খারাপ হয়ে থাকে। জ্বর হয় তারও। ভাবছেন কিসের কথা বলছি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন ফোনের ব্যাটারি গরম হয়ে যাওয়ার কথাই বলছি।

অনেকসময়ই চার্জ দেওয়ার সময় বা গেম খেলার সময় বা সামান্য একটা ফটো তোলার পর দেখা যায় মোবাইলটা ভীষণ গরম হয়ে গেছে। ফোন একবার গরম হওয়া মানেই মাথায় হাজারো চিন্তা। ফোনটা কি খারাপ হয়ে গেলো? না ফোনটা খারাপ হয়নি ঠিকই কিন্তু তার ব্যাটারির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তাহলে এই ফোনের ব্যাটারি গরম হওয়া কিভাবে রোধ করা যায়? কোনোওভাবে যায় কি? নিশ্চয়ই যায়। ফোনের ব্যাটারির আয়ুকাল বাড়ানোর জন্য মেনে চলতে হয় কিছু নিয়ম। আজ সেই নিয়মগুলিই আমরা আপনাদের জানাবো।

১) মোবাইলের চার্জ শেষ হওয়ার সাথে সাথে তা প্লাগ থেকে খুলে নিন। অতিরিক্ত সময় চার্জ হতে থাকলে ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায় ফলে ব্যাটারি যখন তখন গরম হয়ে যাওয়ার আশংকা বেড়ে যায়।

২) ফোনের প্রোটেকশনের জন্য আমরা সবাই মোবাইল কভার ব্যবহার করে থাকি। কিন্তু চার্জ দেওয়ার সময় এটা অবশ্যই মাথায় রাখা উচিত যে কভারসহ ফোন চার্জ দেওয়া উচিত নয়। চার্জিং এর সময় মোবাইল থেকে যে তাপ বিকিরিত হয় কভার থাকার ফলে তা বেরোতে পারে না। ফলে ব্যাটারির উপর চাপ সৃষ্টি হয়।

৩) চার্জ দেওয়ার জন্য মোবাইলের সাথেই চার্জার দেওয়া থাকে। অন্য কোম্পানির মোবাইলের চার্জার দিয়ে ফোন চার্জ না দেওয়াই ভালো। এতে ফোনের কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে।

৪) সূর্যের আলো মোবাইলের পক্ষে ক্ষতিকর। বিশেষ করে তার ব্যাটারির জন্য। তাই সূর্যালোকে বেরোলে খেয়াল রাখবেন মোবাইলটি যেন সরাসরি সূর্যালোকে বেশিক্ষন না থাকে

৫) মানুষের সুবিধার কথা মাথায় রেখে গুগল প্লে স্টোর ভরে গেছে নানা অ্যাপ-এ। আর তার মধ্যে আছে এমন কিছু অ্যাপ যাদের বন্ধ করার পরেও ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং ব্যাটারি দ্রুত শেষ করে। সেইসব অ্যাপ যত দ্রুত সম্ভব মোবাইল থেকে সরিয়ে ফেলা উচিৎ

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...