দোলের ছুটিতে ঘুরতে যাবেন, কিন্তু ট্রেনের টিকিট মিলছে না? খালি আছে কিছু বার্থ! জানুন আর আজই বুক করুন

আর কিছুদিন পরেই রঙের উৎসবে মেতে উঠবে সারা দেশ। বিভিন্ন মানুষ একত্রিত হয়ে এই উৎসবে সামিল হন। বাঙালিরা মেতে ওঠেন দোল উৎসবে আর অবাঙালিরা মেতে ওঠেন হোলি উৎসবে। এই বছর দোল আর হোলি পড়েছে একইদিনে অর্থাৎ সোমবার।

অন্যদিকে এই সময় অনেকেই ছুটি কাজে কোথাও ঘুরতে যান কিছুদিনের জন্য। তাই এইসময় ট্রেনে ভীড় হবেই, ফলে টিকিট পাওয়া মাঝে মাঝে অসম্ভব হয়ে ওঠে। তাই প্রত্যেক ভ্রমনপিপাসুদের কথা মাথায় রেখেই রইল এই নিবন্ধটি।

জানা গিয়েছে যে সম্প্রতি সমস্তরকম জনপ্রিয় গন্তব্যগুলিতে যাত্রীদের জন্য পূর্ব রেলওয়ের হোলি স্পেশ্যাল ট্রেন রেখেছে। সেই ট্রেনের পরিষেবা চালিয়ে যাচ্ছে তারা এবং দেখা যাচ্ছে যে এই ট্রেনগুলিতে বার্থ এখনও উপলব্ধ রয়েছে।

image_2024_03_19T10_50_45_482Z

১৮.০৩.২০২৪ তারিকের নিরিখে — ০৩১৩৩ শিয়ালদহ – গয়া স্পেশাল, ০৩৪৩৫ মালদা টাউন – আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল, ০৩৫৪৯ আসানসোল – রাক্সৌল স্পেশাল, ০৪৮১৪ হাওড়া – বারমের স্পেশাল, ০৫৭৬৩ আসানসোল – নিউ জলপাইগুড়ি স্পেশাল, ০৯০১২ মালদা টাউন – ভালসাদ স্পেশাল, ০৯০১৪ মালদা টাউন – উধনা স্পেশাল এবং ০৯৩৩৬ হাওড়া – ইন্দোর স্পেশাল ট্রেনগুলির বার্থের সমস্ত বিবরণ দেওয়া রইল। জেনে নিন বিশদে —

  • ০৩১৩৩ শিয়ালদহ – গয়া স্পেশাল ট্রেন।  ২৪.০৩.২০২৪ এ এসি 3-টায়ার (3A) এবং স্লিপার ক্লাস (SL) এ বার্থ উপলব্ধ রয়েছে।
  • ০৩৪৩৫ মালদা টাউন -আনন্দ বিহার টার্মিনাল স্পেশাল ট্রেন। ২৫.০৩.২০২৪ এবং ০১.০৪.২০২৪ তারিখে এসি 2-টায়ার (2A), এসি 3-টায়ার (3A) এবং স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ রয়েছে।
  • ০৪৮১৪ হাওড়া – বারমের স্পেশাল ট্রেন। ২৮.০৩.২০২৪ তারিখে এসি 3-টায়ার (3A) এবং স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ রয়েছে।
  • ০৩৫৪৯ আসানসোল – রাক্সৌল স্পেশাল ট্রেন।  ২২.০৩.২০২৪ তারিখে এসি 2-টায়ার (2A), এসি 3-টায়ার (3A) এবং স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ রয়েছে।
  • ০৫৭৬৩ আসানসোল – নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন। ২৩.০৩.২০২৪ এবং ৩০.০৩.২০২৪ তারিখে এসি প্রথম শ্রেণী (1A), এসি 2-টায়ার (2A), এসি 3-টায়ার (3A), এসি 3-টায়ার ইকোনমি (3E) এবং স্লিপার ক্লাস (SL) বার্থ উপলব্ধ রয়েছে।
  • ০৯০১২ মালদা টাউন – ভালসাড স্পেশাল ট্রেন।  ২৪.০৩.২০২৪ এবং ৩১.০৩.২০২৪ তারিখে এসি 2-টায়ার (2A), এসি 3-টায়ার (3A) এবং স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ রয়েছে।
  • ০৯০১৪ মালদা টাউন – উধনা স্পেশাল ট্রেন।  ২৩.০৩.২০২৪ এবং ৩০.০৩.২০২৪ তারিখে স্লিপার ক্লাস (SL) এ বার্থ উপলব্ধ রয়েছে।
  • ০৯৩৩৬ হাওড়া – ইন্দোর স্পেশাল ট্রেন। ২৪.০৩.২০২৪ এবং ৩১.০৩.২০২৪ তারিখে এসি 2-টায়ার (2A), এসি 3-টায়ার (3A) এবং স্লিপার ক্লাসে (SL) বার্থ উপলব্ধ রয়েছে।

তবে, এই বার্থ সময়ের সঙ্গে সঙ্গে বুক হয়েও যেতে পারফে। পরিবর্তন হয়ে যেতে পারে। ফলে, আপনি যদি যেতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পূর্ব রেলের এই বিশেষ ট্রেনগুলিতে বার্থ দ্রুত বুক করে ফেলুন

এটা শেয়ার করতে পারো

...

Loading...