ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ চার্টার্ড একাউন্টস অফ ইন্ডিয়ার (ICAI) ইস্টার্ন ইন্ডিয়া রিজিওন্যাল কাউন্সিল (EIRC) উদ্যোগে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ২৩ ও ২৪ ডিসেম্বর দু’দিন ব্যাপি ৪৭তম আঞ্চলিক সম্মেলন। সম্মেলনের থিম‘উত্তিষ্টত জাগ্রত’ – Awakening the Change Within"।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫০০ জন ফিনান্স প্রফেশনাল অংশ নিচ্ছেন এই সম্মেলনে। পূর্ব ভারতের প্রথম কার্বন নিউট্রাল কনফারেন্স এটি।
সম্মেলনের উদ্বোধন করেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ চার্টার্ড একাউন্টস অফ ইন্ডিয়ার (ICAI)-এর সভাপতি ডঃ দেবাশিস মিত্র। রঞ্জিত কুমার আগরওয়াল (কাউন্সিল মেম্বার), ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ চার্টার্ড একাউন্টস অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রবিকুমার পাটোয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেবাশিস মিত্র বলেন বিশ্ব নিরিখে প্রযুক্তির উন্নতি হওয়ার প্রয়োজনের ওপর জোর দেন। কার্বন নিউট্রালিটির ভারসাম্য এমনভাবে বজায় রাখা দরকার যাতে কোনওভাবেই পরিবেশ ক্ষতিগ্রস্থ না হয়। ‘ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার’ এই লক্ষ্যে নজর দেওয়া হবে ২০২৩-এর জি২০ সামিট। এ বিষয়ে ভারত বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে আগামী দিনে।
সম্মেলনের থিম‘উত্তিষ্টত জাগ্রত’ – Awakening the Change Within" সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন বক্তা বলেন আগামী দিনে চার্টার্ড একাউন্টেসির পেশাতে নানা বদল আসতে চলেছে। প্রযুক্তির উন্নতি প্রভাব ফেলবে পেশা ক্ষেত্রে।
সম্মেলনের অন্যতম আলোচনার বিষয় ছিল সোশ্যাল অডিট অ্যান্ড সোশ্যাল স্টক এক্সচেঞ্জ।
সাসটেইনেবল ডেভলপমেন্টের দিকটিও উঠে আসে। 3P’ খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। পিপল, প্রোফিট আর প্ল্যানেট। মানুষ, মুনাফা এবং এই গ্রহ। এই তিনের এক হওয়াতেই সব দিক থেকে উন্নতি সম্ভব।