১৩ ফেব্রুয়ারি থেকে শহরে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

দীর্ঘ প্রতীক্ষার অবসান| হাজারো জট কাটিয়ে শহরের দ্বিতীয় মেট্রো ছুটবে আগামী ১৩ তারিখ| সল্টলেকের সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ছয়টি স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসছেন রেলমন্ত্রী পিযুষ গোয়েল| ১৯৮৪-র অক্টোবরে কলকাতাই প্রথম মেট্রো পরিষেবা চালুর ৩৬ বছর শহর পাচ্ছে তার দ্বিতীয় মেট্রো, ইস্ট-ওয়েস্ট মেট্রো| রেলসুত্রে খবর, নতুন ইস্ট ওয়েস্ট মেট্রোর এই রুটে প্রতিদিন দু লক্ষ যাত্রী যাতায়াত করবে| সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত মোট ছয়টি স্টেশন থাকবে সেগুলি হল সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়াম।

২০০৯ এর ২৩ ফেব্রুয়ারি এই প্রকল্পের শিলান্যাস হওয়ার পর থেকে নানা গেরোয় আটকে গিয়েছিল ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ| কখনও জমির সমস্যা, রুট বদল, উপকরণ পেতে দেরী নানা বিপত্তিতে ঠোক্কর খেতে খেতে এগিয়েছে এই প্রকল্প| যার ফলে নির্ধারিত সময়ের ৬ বছর পর চালু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো| সোমবার বেলা সাড়ে ১২টা নাগাদ পার্ক স্ট্রিটের মেট্রো ভবনে আধিকারিকদের জানিয়ে দেওয়া হয় রেল বোর্ডের তরফে পাঁচ নম্বর সেক্টর থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধনের অনুমতি মিলেছে| দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজেও উদ্বোধনের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন| তিনি আরও জানিয়েছেন, রীতি মেনে মেট্রোর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মেট্রোর জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ বিশেষভাবে সহায়তা করেছিল সেকথা উল্লেখ করতে ভোলেননি কেন্দ্রীয়মন্ত্রী বাবুল|

ইস্ট ওয়েস্ট মেট্রোর আর একটি অংশ গঙ্গার নিচে টানেলের মধ্যে দিয়ে গিয়েছে| সেই মেট্রো এখনই চালু হচ্ছে না। হাওড়া ময়দান থেকে শুরু হয়ে হাওড়া স্টেশন এবং গঙ্গার নীচ দিয়ে এই মেট্রোর এসে মিশবে বিবাদী বাগে| ময়দান ও গঙ্গার নিচে টানেল তৈরির কাজ প্রায় শেষ। শুরু হয়েছে প্ল্যাটফর্ম তৈরি এবং লাইন পাতার কাজ। সেই কাজ শেষ হলেই গঙ্গার পূর্ব ও পশ্চিমের দুটি শহর বাঁধা পড়বে পাতালরেলের সংযোগে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...