ডিসেম্বরের প্রথম সপ্তাহেই চালু হতে পারে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো। খবরে প্রকাশ ছিল, পুজোর আগেই এই পরিষেবা চালু হয়ে যাবে। সব কিছু ঠিক থাকলে হয়ত এতদিনে আমরা ইস্ট-ওয়েস্ট মেট্রোর সঙ্গে সড়গড় হয়ে যেতাম। কিন্তু সেই সময়ে বৌবাজারের বিপর্যয় ঘটে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফেজ-২ র সুড়ঙ্গ কাটার সময়ে বৌবাজার এলাকার বিস্তীর্ণ অঞ্চলে মাটি বসে গিয়ে বেশ কিছু বাড়ি ধসে পড়ে। সেই কারণে সেই সময়ে নতুন মেট্রো চালু না করে বিপর্যয় মোকাবিলাতেই নজর দেয় কলকাতা মেট্রো রেল।
সূত্রের খবর, আগামী দু-তিন দিনের মধ্যেই এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। বড়দিনের আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়ার বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। গত আগস্ট মাসে ট্রায়াল রানের পরই যাত্রী পরিবহনের জন্য 'ফিট' হিসেবে পরিগণিত হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তবে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। ওই তারিখের মধ্যে ফেজ ওয়ান যদি চালু করা না যায়, তাহলে আবার সিআরএস-এর ছাড়পত্র প্রয়োজন হবে। কিন্তু এটাও ঠিক, ডিসেম্বরের প্রথম দিকের পরিষেবা শুরু হলে সিআরএস-এর নতুন ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে কেএমআরসিএল খুব একটা অসুবিধেয় পড়বেনা। সল্টলেক, সেক্টর-৫, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল এবং সল্টলেক স্টেডিয়ামের মধ্যেই এখন চলাচল করবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তাই আশা করে যায় কলকাতা বড়দিনের একটি উপহার পেতে চলেছে।