শহরের বুকে প্রথম চললো ইস্ট-ওয়েস্ট মেট্রো

মেট্রো আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ যান|অনেক অল্পসময়ে অনেকটা পথ চলে যেতে পারি যেটা বাস বা অটোতে সম্ভব হয়না আমাদের দৈনন্দিন ব্যস্ততায়| এতদিন নর্থ-সাউথ মেট্রো ছিলো, এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো শুরু হওয়ার মুখে| সল্টলেক-এ চললো ইস্ট-ওয়েস্ট মেট্রো, ছিলো প্রথম পরীক্ষণ দৌড়| সফল ভাবে পার করলো এই পরীক্ষা|মেট্রো ছুটল সেন্ট্রাল পার্কের ডিপো থেকে সেক্টরফাইভ স্টেশন পর্যন্ত|বেশ ইঞ্জিনিয়ার এবং কর্মীদের খুশির আর কোনো কিনারা রইলো না, আনন্দ উপছে পরলো, আর তাই হওয়ার কথা| তাঁদের এতদিনের চেষ্টা নির্বিঘ্নে সফল| গড়ে ঘন্টায় ২০কিমি বেগে ছুটল এই মেট্রো|তবে রেলকতৃপক্ষ জানিয়েছেন, গড়ে ঘন্টায় 80কিমি বেগে যেতে পারবে এটি|

কয়েকজন চালককে বেঙ্গালুরুতে পাঠানো হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেল চালানোর ট্রেনিংয়ের জন্য|জানাগিয়েছে, ট্রেনে বালির বস্তা রেখেও চালিয়ে পরীক্ষা করা হবে, সেফটি ছাড়পত্র পেলে তবেই এই ট্রেন চালানোর অনুমতি অর্জন করবে| এই ইস্ট-ওয়েস্ট মেট্রো চলতে দেখে অনেক লোকজন বাড়ি থেকে উঁকি দেয় এবং রাস্তাতে ও লোকেরা দেখে অবাক হয়|

এটা শেয়ার করতে পারো

...

Loading...