ইস্ট বেঙ্গল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

শতবর্ষ উপলক্ষে আরও একটি নতুন চমক আনতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাব সূত্রের খবর, আগামী বছর ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব, ম্যঞ্চেস্টার ইউনাইটেড-র বিরুদ্ধে একটি ম্যাচের আয়োজন করতে পারে ইস্টবেঙ্গল। জানা গিয়েছে ২০২০ সালে এশিয়া সফরে আসতে পারে রেড ডেভিল্সরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে, ঢাকায় আসতে চলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। বাংলাদেশের রাজধানী ঢাকা-র একটি বিখ্যাত ক্লাবের সাথে প্রদর্শনী ম্যাচ খেলবেন তারা। সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের কলকাতায় আনার পরিকল্পনা করেছেন লাল-হলুদ কর্মকর্তারা। 

শোনা যাচ্ছে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী নয়, ম্যাঞ্চেস্টারের দলে থাকবে প্রথম সারির খেলোয়াড়রা। তবে এই ম্যাচে আয়োজন করার আগে, কলকাতা যুব ভারতী ক্রীড়াঙ্গন পর্যবেক্ষন করে যাবেন রেড ডেভিল্সের, এক প্রতিনিধি দল। এর সঙ্গে সঙ্গে  রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকেও বসবেন তারা।  সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর জুলাই মাসেই কলকাতায় আসতে পারে ওলে গার্নারের দল। আর তা যদি হয়, তাহলে শতবর্ষে এটাই যে সবচেয়ে বড় চমক হতে চলেছে লাল হলুদ সমর্থকদের কাছে, তা বলাই যায়।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...