টার্গেট চেন্নাই সিটি এফসি

সোমবার কোয়েম্বাটুরের মাঠে লাল-হলুদ শিবির মুখোমুখি হতে চলেছে চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে। আর তারই জন্য জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছে লাল হলুদ। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে টিমের অনুশীলন দেখেই তা বোঝা গেল। শুক্রবার মাঠে নামতে দেখা গেল দিল্লি ডায়নামজ এফ সি থেকে আসা লোনে যোগ দেওয়া সিয়াম হাঙ্গাল। প্রথম দিন মাঠে নেমে হকচকিয়ে গেলেন সিয়াম। মাঠে গোল করে দাঁড়িয়ে আছেন জবি জাস্টিন, জনি রা। সিয়াম মাঠে ঢুকতেই প্রত্যেকে তালে তালে হাততালি দিয়ে সংবর্ধনা জানালেন তাকে। হঠাৎ এই রকম? তার কারন আর কিছুই নয় আলেসান্দ্রো মেনেন্ডেজ ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে নতুন নিয়ম করেছেন যে নতুন কেউ দলে এলে তাকে স্বাগত জানাতে হবে এই ভাবে নেচে নেচে। প্রথমটা কিংকর্তব্যঃবিমূঢ় হয়ে পড়েন সিয়াম। কিছুক্ষন চুপচাপ দাড়িয়ে ছিলেন। তারপর কিংশুক দেবনাথ চিৎকার করে তাকে দলে যোগ দিতে বললে, সম্বিত ফেরে তার। তবে লাল-হলুদ জার্সি গায়ে কবে থেকে নতুন এই মিডফিল্ডারকে দেখা যাবে তা সময়েরই অপেক্ষা। এই ম্যাচের ওপরই অনেকটা ভাগ্য নির্ভর করছে জবিদের। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে আপাতত লীগ টেবিলের শীর্ষে চেন্নাই। অন্যদিকে ১০ ম্যাচে ১৯ পয়েন্টে লাল-হলুদ শিবির। এই ম্যাচে জয় হলে ১১ ম্যাচে ২২ পয়েন্ট হবে ইস্টবেঙ্গলের। তাতে চেন্নাইয়ের সঙ্গে ব্যবধান হবে মাত্র পয়েন্টের। সেক্ষেত্রে চেন্নাইয়ের বিরুদ্ধে পয়েন্ট-ই লক্ষ্য ইস্ট বেঙ্গলের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...