জামশেদপুর এফসিকে উড়িয়ে দিয়ে মশাল জ্বলল লাল-হলুদ শিবিরে

ইস্টবেঙ্গল (হাইমে স্যান্টোস কোলাডো (পেনাল্টি), পিন্টু মাহাতো, বিদ্যাসাগর সিং, বৈথাং হাওকিপ)

জামশেদপুর এফসি 

প্রথম ম্যাচে আর্মি রেড এর বিরুদ্ধে জয় হাসিল করার পরে কোচ আলেজান্দ্রো এর মাথায় ছিল একটাই কথা, যাতে ইস্টবেঙ্গল এর ভারী মাঠে খেলোয়াড়রা চোট না পায়| কিন্তু এদিন ডুরান্ড কাপ এর দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসি এর বিরুদ্ধে যে রকমারি ফুটবল খেলল ইস্টবেঙ্গল, তাতে বোঝাই যায়নি যে টিমে পজিটিভ স্ট্রাইকার এর অভাব রয়েছে|

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে লাল-হলুদ ব্রিগেড ম্যাচের মিনিটেই পেনাল্টি পায় তারা| কাশিমের পাসে কোলাডো এগিয়ে গেলে তাকে বক্সে ফাউল করে বসেন জামশেদপুরের গোলকিপার অমৃত গোপে| পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি স্প্যানিশ এই মিডিও| ঠিক মিনিট বাদেই আবারও গোল করে ম্যাচের অভিমুখ নিজেদের দিকে করেন কোলাডো| ৩৪ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন নতুন সাইনিং পিন্টু মাহাতো| আক্রমণ কেবল একদিক থেকেই হচ্ছিল তা বলাই বাহুল্য| জামশেদপুরের এই দলটি একেবারে আনকোরা ছিল তা তাদের খেলাতেই স্পষ্ট ছিল|

দ্বিতীয়ার্ধে আবারও সেই একই খেলার প্রদর্শন দেখিয়েছে আলেজান্দ্রো এর তরুণ ব্রিগেড| একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল জামশেদপুর এর তরুণ ডিফেন্ডাররা| ৭৪ ৮২ মিনিটে জোড়া গোল করে দলকে বিরাট ব্যবধানে জয় সুনিশ্চিত করেন তরুণ স্ট্রাইকার বিদ্যাসাগর সিং| আর ম্যাচের অন্তিম পর্যায়ে ইস্টবেঙ্গল জার্সিতে প্রথম গোল করলেন বৈথাং হাওকিপ| আইএসএল এর দল জামশেদপুর এর এই দলকে একপ্রকার রিজার্ভ দলই বলা চলে| ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পিন্টু মাহাতো| এরপর আগস্ট জর্জ টেলিগ্রাফ এর বিরুদ্ধে কলকাতা লিগ এর লড়াইয়ে নামবে ইস্টবেঙ্গল|

এটা শেয়ার করতে পারো

...

Loading...