ইস্টবেঙ্গলকে উজ্জীবিত করতে উদ্যোগী সমর্থকরা

ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে প্রশাসন থেকে সমর্থক, সকলেই নিজেদের মত উদযাপন করছে দিনটি। কয়েক দিন আগেই ইস্টবেঙ্গলের শতবার্ষিকীর লোগো প্রকাশের অনুষ্ঠান হয়েছিল, সেখানে প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া আবেদন করেছে ক্লাব জীবনের শেষ ম্যাচটি ইস্টবেঙ্গলের হয়ে খেলার। ১০০টি শহরে ইস্টবেঙ্গলের পতাকা উড়বে, এমনও উদ্যোগ নেওয়া হয়েছে প্রবাসী ইস্টবেঙ্গল সমর্থক খেলোয়াড়দের। বেহালা থেকে শুরু করে উত্তর কলকাতা কুমোরটুলি পার্কেসর্বত্র ইস্টবেঙ্গল সমর্থকেরা নিজেদের মত করে উদযাপন করেছেন ক্লাবের শতবর্ষকে। আর এবার মরশুম শুরুর আগে সকল ইস্টবেঙ্গল সমর্থকেরা তাদের দলকে উজ্জীবিত করতে সঙ্গবদ্ধ হবে 

আগামী আগস্ট ডুরান্ড কাপের ম্যাচে আর্মি রেড দলের বিরুদ্ধে নিজেদের মরশুম শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল। আর তাই সেদিন নিজেদের দলকে উজ্জীবিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে, ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে তৈরি সকল ফোরাম, সকল ফ্যান ক্লাবেরা। এরা সকলে একত্রিত হয়ে ইস্টবেঙ্গল মাঠে যাবেন নিজেদের খেলা দেখতে। একই দলের নানা ফ্যান ফোরাম, নানা ফ্যান ক্লাবের মধ্যে যেখানে চলে রেষারেষি, সেখানে ইস্টবেঙ্গল সমর্থকেরা যেন একেবারে পরিণত। কারণ ফোরাম বা ফ্যান ক্লাব আলাদা হোক, মন্দির তো একটাই। নাম তার ইস্টবেঙ্গল।

জানা গেছে, আগামী আগস্ট দুপুর ০১:৪৫ নাগাদ শহিদ মিনারের পাদদেশে সকলে একত্রিত হয়ে মিছিল করবে সকল সমর্থকেরা। শহিদ মিনার থেকে লেসলি ক্লডিয়াস সরণী হয়ে ইস্টবেঙ্গল মাঠের দিকে এগিয়ে যাবে এই মিছিল। তবে কেবল মিছিল চ্যান্ট করে শান্ত থাকবে না তারা। বিশাল বড় ফ্ল্যাগ তারা মেলে ধরবে পুরো এই মিছিলে, স্মোক বম্ব দিয়ে লাল হলুদ রঙে রাঙাবে সকলকে, হ্যান্ড মাইকের মাধ্যমে গোটা ময়দানকে শোনাবে ইস্টবেঙ্গলের জয়গান।

এটা শেয়ার করতে পারো

...

Loading...