পিয়ারলেসের মশাল জয়

ইস্টবেঙ্গল

পিয়ারলেস (আনসুমানা ক্রোমাপেনাল্টি)

শুরুতে এক প্রধান পারেনি, আর এবার আর এক প্রধানও লুটিয়ে পড়ল সোমবার কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ইস্টবেঙ্গল-এর থেকে পয়েন্ট ছিনিয়ে আনল জহর দাস-এর পিয়ারলেস বরং বলা ভাল, কার্যত ইস্টবেঙ্গল এর আক্রমণের সাথে টক্কর দিল ক্রোমা জিতেন মুর্মুরা এবারের লিগের সর্বোচ্চ স্কোরার, আনসুমানা ক্রোমা পেনাল্টিতে করা গোলে জিতল পিয়ারলেস।

প্রথম একাদশে রোনাল্ডো অলিভিয়েরা মার্কোস এসপাদাকে নামিয়ে আক্রমণের ধার বাড়াতে চেয়েছিলেন লাল-হলুদ কোচ আলহান্দ্র কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ভারী কর্দমাক্ত মাঠে নিজেদের স্বচ্ছন্দপূর্ণ খেলা খেলতে পারছিলেন না তারা। ফলে বল পজেশন বেশি ছিল পিয়ারলেসের। বেশ কয়েকবার ইস্টবেঙ্গল আক্রমণ করতে গেলেও স্রেফ ফিনিশিং-এর অভাবে গোল করতে ব্যর্থ হয় তারা। ৩৫ মিনিটে লালরিনডিকা রালতে-এর ফ্রিকিক থেকে মার্কোস হেড মারলে তা পোস্টে লাগে। অন্যদিকে পিয়ারলেস আক্রমণ করলেও লাল-হলুদ ডিফেন্ডার বোর্হা গোমেজ পেরেজ-এর সুবাদে গোলশূণ্য থাকে প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও একইরকম তালে খেলা চলতে থাকে। কিন্তু সব ওলটপালট হয়ে গিয়েছিল ৬৪ মিনিটে। বক্সের মধ্যে পিয়ারলেস এর পঙ্কজকে ফাউল করেন কমলপ্রীত সিং, পেনাল্টি পায় পিয়ারলেস। আর পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি লাল-হলুদ প্রাক্তনী আনসুমানা ক্রোমা। এরপর যেখানে গোল শোধ করার জন্য ইস্টবেঙ্গল-এর আক্রমণ করার কথা, সেখানে দ্বিতীয় গোলের জন্য ঝাঁপিয়ে পড়েছিল পিয়ারলেস। কিন্তু লাল-হলুদ গোলরক্ষক রালতে কিছু ভালো সেভের কারণে লজ্জা আর বাড়েনি ইস্টবেঙ্গল-এর। শেষপর্যন্ত - হারে আলেহান্দ্র- লাল-হলুদ ব্রিগেড।

এটা শেয়ার করতে পারো

...

Loading...