পর পর ৪ বার

গোটা ইস্টবেঙ্গল সমর্থক যখন ব্যাস্ত জবি জাস্টিনএনরিকে এসকুইডা কে নিয়ে তখন লালডনমাউইয়া রালতে আরও একবার জানিয়ে দিলেন যে তিনিও আছেন। তাঁরই হ্যাটট্রিকের দৌলতে সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শিলং কে ৫-০ গোলে হারাল লাল হলুদ। আর বাকি দুটি গোল করে জবি জাস্টিন ও এনরিকে। প্রথমার্ধের শুরু থেকেই খেলায় আধিপত্য বিস্তার করতে শুরু করে ইস্ট বেঙ্গল। এনরিকে ও জাস্টিন একের পর এক আঘাত হানতে শুরু করে শিলংয়ের ডিপ ডিফেন্সে। যার ফলে তৈরী হয় সুযোগ, আর সুযোগের সদ্ব্যবহার  করতে কোনো রকম ভুল করে নি এদিনের ম্যান অফ দি ম্যাচ লালডনমউইয়া রালতে। কিন্তু অন্যদিকে শিলং লাজংয়ের বিষয়টা ছিল অন্যরকম। গোটা ম্যাচে বেশিরভাগ সময়টাই কাটে তাঁদের নিজেদের ডি বক্সে। তার কারণ বার বার ডান ও বাম দিকে থেকে আসা ইস্ট বেঙ্গল আক্রমণকে সামাল দিতেই ব্যাস্ত ছিলেন তাঁরা। তাই নিজেদের খেলাকে তেমন ভাবে মেলে ধরতে পারেনি শিলং লাজং। শিলংকে ৫-০ গোলে হারিয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট চার্চিল ব্রাদার্সকে পেছনে ফেলে তৃতীয় স্থানে এল লাল হলুদ। ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে লীগ শীর্ষে আছে চেন্নাই সিটি এফসি আর ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়েল কাশ্মির। তবে পর পর ৪টি ম্যাচ জেতার ফলে চিন্তার ভাঁজ চেন্নাই ও কাশ্মিরের কপালে।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...