Earthquake In India: ভূমিকম্পে কেঁপে উঠল দেশের চার প্রান্ত, কম্পনের তীব্রতা কোথায় কত?

অল্প সময়ের ব্যবধানে ভূমিকম্প অনুভূত হল দেশের চার প্রান্তে। তালিকায় রয়েছে দিল্লি, বিহার, ওড়িশার পুরী ও সিকিমের লাচুঙ। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

হাইলাইটসঃ
১। ভূমিকম্প অনুভূত হল দেশের চার প্রান্তে
২। তালিকায় দিল্লি, বিহার, ওড়িশার পুরী ও সিকিমের লাচুঙ
৩। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

 

প্রথম ভূমিকম্প অনুভূত হয় দিল্লি ও তার সংলগ্ন এলাকায়। সোমবার ভোর ৫টা ৩৬ মিনিটে এটি ঘটে। রিখটার স্কেলে কম্পনের মান ছিল ৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দিল্লিতে ভূমিকম্পের উৎসস্থল মাটির মাত্র পাঁচ কিলোমিটার নীচে। দশ সেকেন্ডের মতো এই কম্পন অনুভূত হয়। স্থানীয় মানুষ এই কম্পনে আতর্কিত হয়ে পড়ে। নয়ডা, গাজিয়াবাদ, গুরুগ্রামেও তীব্র কম্পন অনুভূত হয়েছে৷

এরপর সকাল ৮টা ২ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশ। এখানে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে।

অন্যদিকে, ওড়িশার পুরী জেলার বিস্তীর্ণ অংশ এবং সিকিমের লাচুঙ অঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে পুরীর কম্পনের মান ৪.৭ এবং লাচুঙে ২.৩।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভূমিকম্প নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন। তিনি ভূমিকম্প-পরবর্তী কম্পনের জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করেছেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...