পোস্টম্যানদের জন্য রাজ্যের ডাক বিভাগ আনতে চলেছে ই-স্কুটার

আজকের এই ডিজিটাল যুগে পোস্ট অফিস তথা পোস্টম্যান বেমানান হয়ে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখেনা। কিন্তু প্রতি বাড়িতে চিঠি পৌঁছে দেওয়ার যে গুরু দায়িত্ব পালন করতেন একসময় স্থানীয় পোস্টম্যানেরা, তাঁরাই ছিলেন তখন এলাকার হিরো। কিন্তু দিনকাল পাল্টেছে। প্রতিযোগিতার বাজারে তাঁরা আর এঁটে উঠতে পারছেন না। যদিও এখনও এমন অনেক গ্রাম রয়েছে, যেখানে পোস্ট অফিসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাছাড়া, বেশ কিছু অফিস এখনও সরকারী কাজকর্মের চিঠিপত্র আদান-প্রদানেই ক্ষেত্রে নির্ভর করে পোস্ট অফিসের ওপরেই। সেই সমস্ত চিঠি পৌঁছে দেওয়ার দায়িত্বে এখনও রয়েছেন পোস্টম্যানেরা।

           চিঠি নিয়ে রোজ সাইকেল চালিয়ে দায়িত্বের এলাকায় ঘুরে ঘুরে সেই চিঠি বিলি করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পোস্টম্যানেরা। এখন থেকে চিঠিপত্র সহ ই-কমার্স পণ্যের ডেলিভারির জন্য এবার থেকে ই-স্কুটার পরিষেবা চালু করছে ডাক বিভাগ। কলকাতায় ইতিমধ্যেই ১৭টি স্কুটার চালু হয়ে গেছে। কলকাতা জিপিওতে ১৩টি, আলিপুরে ২টি এবং টালিগঞ্জে ২টি স্কুটার ইতিমধ্যেই চলছে। এগুলি পাইলট প্রকল্প হিসেবে চালু হয়েছে। চলতি বছরের মধ্যে ২০০টি স্কুটার চলবে বলে জানিয়েছেন কলকাতা সার্কলের ডাক বিভাগের চিফ পোস্টমাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য। কলকাতার পাশাপাশি হাওড়া এবং দুর্গাপুরে এই পরিষেবা চালু হবে পোস্টম্যানদের জন্য। কলকাতা সার্কলের পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিং জানিয়েছেন, ই-কমার্স পণ্য ডেলিভারি শুরুর সময় কলকাতায় যেখানে প্রায় দিনে ৮০০টি পণ্য ডেলিভারি করা হত, এখন সেখানে তা দিনে ২ হাজার ৪০০ তে পৌঁছেছে। তাই আশা করা হচ্ছে, এই রকম ই-স্কুটার পরিষেবা যদি সব জায়গায় চালু করা যায়, তাহলে পণ্য পরিষেবায় গতি আসবে এবং তার পাশাপাশি পোস্টম্যানদের ওপর থেকে চাপ কমবে। 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...