আসছে ই-পাসপোর্ট

ডিজিটাল হচ্ছে দুনিয়া তার সাথে ডিজিটাল হচ্ছে মানুষও। ডিজিটাল দুনিয়ার সাথে তাল মেলাতে আসছে নানা অত্যাধুনিক যন্ত্র। যন্ত্রের মস্তিষ্কে থাকছে সফ্টওয়ার এবং তা সামলানোর জন্য থাকছে চিপ। ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড। ডিজিটাল হয়েছে টাকা পয়সার আদানপ্রদানও। চিপ বসেছে ডেবিট ও ক্রেডিট কার্ডে।

এবার ডিজিটাল হওয়ার পথে একধাপ এগোলো পাসপোর্ট। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ইলেক্ট্রনিক পাসপোর্ট তৈরির কাজ ইতিমধ্যেই মাঝপথে এসে পৌঁছেছে। জানা গেছে, প্রথমে কূটনীতিবিদদের কাছে এবং কিছু কর্মকর্তার কাছে দেওয়া হবে চিপযুক্ত এই পাসপোর্ট। পরীক্ষায় পাস করার পরই তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হবে। জার্মানি, পোল্যান্ডসুইডেনে আগেই চালু হয়ে গেছে এই প্রযুক্তি। জানা গেছে, 'ডিজিটাল সিগনেচার' থাকবে প্রতিটি পাসপোর্টে। আগের তুলনায় মোটা কভার দেওয়া থাকছে নতুন পাসপোর্টে। পাসপোর্টের ব্যাক কভারের সাথেই সংযুক্ত থাকছে পোস্টকার্ড স্ট্যাম্পের থেকেও ছোট মাপের একটি ডিজিটাল চিপ। এছাড়াও ব্যাক কভারের সাথে থাকছে একটি ছোট অ্যান্টেনা। চিপটিতে থাকছে ৬৪ কিলোবাইট মেমরি যা মূলত ৩০ টি ভ্রমণ সংক্রান্ত খবর স্টোর করে রাখতে সক্ষম। মনে করা হচ্ছে, নতুন এই পাসপোর্টটি যথাক্রমে ফটোগ্রাফ ও ফিঙ্গারপ্রিন্টসহ নানা বায়োমেট্রিক তথ্য ধরে রাখতেও সক্ষম। এতে লাগানো সফটওয়ারটি যথাসময়ে আপডেটও করা যাবে

নতুন আপডেটেড সফ্টওয়ারযুক্ত পাসপোর্টে সব তথ্য হাতের নাগালে থাকার কারণে প্লেন ধরার আগের সময়ের থেকে খুব বেশি সময় কাটা যাবেনা বলে আশা পাসপোর্টধারীদের।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...