রাজ্য সরকারের অনলাইন কম্পিউটার চালিত ব্যবস্থা ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালু হওয়ার প্রচুর সুফল আসতে শুরু করেছে। সরকারি কর্মীরা এখন এই ব্যবস্থার অধীনে রয়েছেন। অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার অ্যাকাউন্টে পড়ে থাকা প্রায় ৩৭০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। ওই উদ্ধার হওয়া টাকা বিভিন্ন উন্নয়ন ও সামাজিক প্রকল্পে কাজে লাগানো হয়েছে।
সরকারি কর্মীরা এখন অবসর নেওয়ার একদিনের মধ্যেই যাবতীয় প্রাপ্য মঞ্জুর হয়ে যাচ্ছে এবং একমাসের মধ্যেই পেনশন চালু হয়ে যাচ্ছে। ২০১৪ সালের পয়লা এপ্রিল থেকে অর্থ দফতর আইএফএমএস চালু করে। এর মাধ্যমে দফায় দফায় বিভিন্ন মডিউল চালু হতে থাকে। এই প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। ই-মডিউলের মাধ্যমে সরকারি কর্মীদের বেতন ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী প্রভৃতি সুবিধাপ্রাপকদের টাকা দেওয়া হচ্ছে এই সিস্টেম থেকে। সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে ট্রেজারি থেকে। পাশাপাশি সরকারি দফতর ও সংস্থাগুলিকে উন্নয়নমূলক কাজের জন্য ট্রেজারি থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে ই-বন্টন মডিউলের মাধ্যমে। সরকারি কর্মীদের চাকরি সংক্রান্ত যাবতীয় বিষয় যথা- ছুটি, বদলি, পদোন্নতি থেকে শুরু করে কাজে যোগদান ও অবসর- গোটা প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় বিশেষ অনলাইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম-এর মাধ্যমে।
এছাড়া উন্নয়ন খাতে বরাদ্দ বিপুল পরিমাণ টাকা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে ফেলে রাখার প্রবণতা রয়েছে সরকারি দফতরগুলোর। এটা নিয়ন্ত্রণ করতে পেরেছে আইএফএমএস। মুখ্যমন্ত্রী পড়ে থাকা এই টাকা কাজে লাগানোর নির্দেশ দেন। এর পর অর্থ দফতর একের পর এক নির্দেশিকা জারি করে। বিভিন্ন দফতরে পড়ে থাকা টাকা অর্থ দফতরে আসতে শুরু করে। এখনও সেই প্রক্রিয়া চলছে। এছাড়াও অর্থ দফতর থেকে বিভিন্ন দফতরে বরাদ্দ টাকা খরচের উপর নজরদারি রাখার কাজেও সুবিধা হয়েছে। স্কিম ওয়াইজ ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম মডিউল চালু করা হয়েছে সম্প্রতি আইএফএমএস-এর অধীনে। এই সিস্টেমে সরকারি অফিসে একেবারে নিচের স্তর পর্যন্ত উন্নয়নমূলক কাজের প্রতিটি প্রকল্পের জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। কোন কোন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, তাও অর্থ দফতর নির্দিষ্ট করে দিয়েছে। তারপর সেই দফতরের বরাদ্দ অনুযায়ী টাকা ট্রেজারি থেকে অ্যাকাউন্টে জমা পড়ে যাবে।
গত বছর থেকে এই ব্যবস্থা চালু হবার পর, বেশ কয়েকটি প্রকল্প যথেষ্ট ভালোভাবে কাজ করছে। এছাড়াও প্রচুর পড়ে থাকা টাকার সাহায্যে উন্নয়নমূলক কাজ করা যাচ্ছে|