নিষেধাজ্ঞা জারি হল ই-সিগারেটে, অমান্য করলে জরিমানা ১ লক্ষ টাকা

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশজুড়ে ই-সিগারেটের ব্যবহার তুঙ্গে। সাধারণ সিগারেটের বদলে মানুষের মধ্যে এখন এই ই-সিগারেট বহুলপ্রচলিত। এমনকি স্কুল-কলেজপড়ুয়াদের মধ্যে এর ব্যবহার ২০১১ থেকে ২০১৩-র মধ্যে তিনগুন বাড়তে দেখা গেছে। আর এই সিগারেট ব্যবহারের ফলে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকেই। ক্যান্সারবিশেষজ্ঞ ও চিকিৎসকেরা এটির ব্যবহার সম্পর্কে সতর্কতা জারি করেন বহু আগেই। কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় এবার কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রসরকার।

গত বছর আগস্টে জনস্বাস্থ্য রক্ষার জন্য ই-সিগারেটের বিক্রিতে নিষেধাজ্ঞা জারির পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই পরামর্শ মেনেই ই-সিগারেটের উৎপাদন, রপ্তানি, বিক্রি, বিজ্ঞাপন সব কিছুর উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। বুধবার সাংবাদিক বৈঠকে এই নিষেধাজ্ঞার কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ই-সিগারেটের মধ্যে থাকে একটি তরল মিশ্রণ যা ই-লিকুইড নাম পরিচিত, এছাড়া থাকে একটি হিটিং এলিমেন্ট। কিছু কিছু ই-সিগারেট পাফ নেয়ার সাথে সাথে এক্টিভেট হয় আবার কিছু আছে যা ম্যানুয়ালি সুইচ টিপে চালু হয়। ই-লিকুইড-এর মধ্যে থাকে প্রপেলিন গ্লাইকল, গ্লিসারিন, এডিটিভস, নানাবিধ ফ্লেভার এবং নিকোটিন। গরম হওয়ার সঙ্গে সঙ্গে এই রাসায়নিক গুলি থেকে সাধারণ সিগারেটের ধোঁয়ার সমপরিমাণ ফরমালডিহাইড উৎপন্ন হয়। এ ছাড়াও ই-সিগারেটের ধোঁয়ায় থাকে অতিসূক্ষ রাসায়নিক কণা যা টক্সিক ও কার্সিনোজেনিক। ২০০৩-এ বাজারে এটি প্রথম আসে, বর্তমানে বাজার ও মানবজীবনে জাঁকিয়ে বসেছে এটি। সীতারামনের কথায় নতুন প্রজন্মকে এই আসক্তির হাত থেকে রক্ষা করা খুব প্রয়োজন, তাই তাঁর এই সিদ্ধান্ত।

কম বয়সী নন-স্মোকার যারা তাদের মধ্যে এই ই-সিগারেটের প্রচলন শুরু হয় ও তারাও এর প্রতি আসক্ত হতে থাকে। আর শরীরে দানা বাঁধতে থাকে মারণরোগ। দেখা দেয় হৃদরোগের ও ফুসফুসের সমস্যা। সন্তানসম্ভবাদের উপরে পড়ে ক্ষতিকারক প্রভাব, ভ্রূণ নষ্টও পর্যন্ত হতে পারে। এমনকি ক্রমাগত ব্যবহারে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে মানুষের। তাই এর নিয়ন্ত্রণে তড়িঘড়ি পদক্ষেপ নিল সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে এক বছরের কারাবাস ও এক লক্ষ টাকা জরিমানা হবে। পরবর্তীকালে আবার এই কাজে লিপ্ত হলে শাস্তি হবে ৩বছর পর্যন্ত জেল ও ৫লক্ষ টাকা জরিমানা। এছাড়াও ই-সিগারেট সংরক্ষকদের ছয় মাসের জেল বা ৫০হাজার টাকার জরিমানা বা উভয় হতে পারে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...