শহরে ই-বাস পরিষেবা

তিলোত্তমার বুকে চমক যত বেড়েছে ততই বেড়েছে দূষণ|  সবথেকে বেশি দূষণ ছড়ায়  আমাদের শহরে যানবাহনের ধোঁয়া থেকে, এবার সেই পরিবেশ দূষণও কমাতে উদ্যোগী হলো রাজ্যসরকার | শহরে নামানো হচ্ছে ৮০ টি ই-বাস | সূত্রের খবর থেকে জানা গেছে যে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে জানিয়েছেন, ই-বাস চালু হলে শহরে দূষণের মাত্রা অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে| কলকাতাসহ শহরের বিভিন্ন জায়গায় রাজ্য সরকারের উদ্যোগে নামানো হচ্ছে ৮০ টি ই-বাস| এর মধ্যে নবান্ন থেকে ২০ টি বাসের উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে| বাসগুলির জন্য শহর জুড়ে চালু করা হচ্ছে ১৭ টি চার্জিং স্টেশন| কারণ দিনে দুবার বাস গুলিতে চার্জ দেওয়ার প্রয়োজন| এছাড়াও মোট ৮০ টি বাস চালু হবে ধাপে ধাপে| এরমধ্যে ৪০টি বাসে থাকবে মোট ৩২ টি আসন ও বাকি ৪০টি বাসে থাকবে ৪০টি আসন| সব কটি বাসই হবে বাতানুকুল, কেনা হয়েছে রাজ্যের তরফে দ্রুত চার্জিং মেশিনও| দিনে একবার চার্জ দিলেই বাসটি দিনে ১৫০ কিলোমিটার চলবে-এমনটাই জানা গেছে| কলকাতা শহরের গণ পরিবহন ব্যবস্থার অন্যতম মাধ্যম হলো বাস, তা থেকে যানজট ও নানা কারণে বাসের গতি কম থাকার ফলে জ্বালানির অপচয় হয় এছাড়া প্রচুর সতর্ক করা সত্ত্বেও সঠিক সময়ে বাসের পরিচর্যা না করার দরুণ দূষণের মাত্রা শহরে বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ রাজ্য সরকারের|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...